বিনামূল্যে সিনেমা, সিরিজ দেখার দুর্দান্ত সুযোগ, রাখতে হবে এই ৫টি অ্যাপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন যতই স্মার্টফোনের ব্যবহার বাড়ছে ততই অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে টিভি। কারণ এখন স্মার্টফোনের মাধ্যমেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে রাস্তাঘাটে যাতায়াতের সময় সিনেমা সিরিজ দেখে নেওয়া সম্ভব। ব্যবহারের ক্ষেত্রে বিপুল সুবিধা থাকার কারণে স্মার্টফোনের চাহিদা যেমন বাড়ছে ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ওটিটি প্লাটফর্মগুলির।

Advertisements

তবে স্মার্টফোনে বিভিন্ন সিরিয়াল অথবা সিনেমা দেখার জন্য ওটিটি প্লাটফর্মগুলির আলাদা করে সাবস্ক্রিপশন রাখতে হয় ব্যবহারকারীদের। এর জন্য অনেকের ক্ষেত্রেই দেখা যায় মাসে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত খরচ করেন। তবে সম্পূর্ণ বিনামূল্যেও এই সকল সিনেমা অথবা ওয়েব সিরিজ দেখা সম্ভব।

Advertisements

এমন একাধিক অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ওয়েব সিরিজ, সিরিয়াল অথবা সিনেমা দেখা যায়। অনেকে আবার এই সকল অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু এই সকল অ্যাপ গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে উপলব্ধ রয়েছে। এগুলি কিন্তু কোন থার্ড পার্টি ওয়েবসাইট নয়। কারণ গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে এই সকল অ্যাপ থাকার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।

Advertisements

বিনামূল্যে ওয়েব সিরিজ, সিরিয়াল, সিনেমা ইত্যাদি দেখার জন্য যে সকল অ্যাপ রয়েছে সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি অ্যাপ হলো Voot, Jio Cinema, MX Player, Tubi, Plex। এই সকল অ্যাপের মধ্যে Voot, Jio Cinema, MX Player সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন। তবে এগুলিতে সিনেমা অথবা সিরিয়াল দেখার সময় বিজ্ঞাপন দেখায়।

অন্যদিকে Tubi এবং Plex ও জনপ্রিয় দুটি অ্যাপ যেখানে বিনামূল্যে সিনেমা ও সিরিজ দেখা যায়। যারা হলিউড সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য Tubi খুব জনপ্রিয় একটি অ্যাপ। Plex অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ, যেখানে সিনেমা, সিরিয়াল ইত্যাদি বিনামূল্যে দেখতে পাওয়ার সুযোগের পাশাপাশি রয়েছে লাইভ চ্যানেল, খবরের চ্যানেল ইত্যাদি।

Advertisements