আরও বেশি দিতে হবে EMI, লোনের উপর সুদের হার বাড়ালো SBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন দেশে বেড়ে চলেছে মুদ্রাস্ফীতি। দিন দিন বেড়ে চলা এই মুদ্রাস্ফীতি ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একাধিকবার রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে বাড়ছে লোনের উপর সুদের হার।

Advertisements

রেপো রেট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় দেশের প্রায় সব ব্যাংকের তরফ থেকেই স্থায়ী আমানতের উপর সুদের হার এবং লোনের উপর সুদের হার বৃদ্ধি করা হয়। সেই রকমই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে লোনের উপর সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করা হলো। এই ঘোষণার ফলেই এবার বেড়ে যাবে EMI।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি যেকোনো ধরনের মেয়াদের লোনের উপর ২৫ বেসিস পয়েন্ট MCLR বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংকের তরফ থেকে তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে নতুন এই সুদের হার কার্যকর করা হয়েছে ১৫ অক্টোবর থেকে।

Advertisements

লোনের উপর সুদের হার বৃদ্ধি করার পর এখন ওভার নাইট এবং এক মাস ও তিন মাসের MCLR ৭.৩৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৬০ শতাংশ। ৬ মাসের MCLR ৭.৬৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৯০ শতাংশ। আবার এক বছরের মেয়াদের ক্ষেত্রে MCLR ৭.৭০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৯৫ শতাংশ। আবার ২ বছরের ক্ষেত্রে MCLR ৭.৯০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.১৫ শতাংশ। আবার ৩ বছরের MCLR ৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.২৫ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই যে সকল গ্রাহকরা গাড়ি-বাড়ি অথবা অন্য কোন ক্ষেত্রে লোন নিয়েছেন তাদের ইএমআই এখন বেশি গুনতে হবে। স্বাভাবিকভাবেই পকেটে আলাদা ভাবে চাপ পড়বে ঋণগ্রহীতাদের।

Advertisements