নিজস্ব প্রতিবেদন : কাছে হোক অথবা দূরে যাতায়াত করার ক্ষেত্রে দেশের অধিকাংশ মানুষকে নির্ভর হতে দেখা যায় রেল পরিষেবার উপর। প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন এবং সেই কারণে টিকিটের আকাল দেখা যায়।
সব থেকে সমস্যা বাড়ে যখন দূরে কোথাও যাত্রা করা হয়। সেক্ষেত্রে কনফার্ম টিকিট ছাড়া ট্রেনে চড়া অসম্ভব হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে বহু মানুষকেই দালাল চক্রে পা দিতে লক্ষ্য করা যায় এবং তাদের কাছে বেশি টাকা দিয়ে তৎকাল টিকিট বুকিং করতে দেখা যায়। তবে কিছু পদ্ধতি রয়েছে যাতে দালাল ছাড়াই মিলতে পারে কনফার্ম তৎকাল টিকিট।
এর জন্য যাত্রীদের প্রথমেই নিজেদের ফোনে ইন্সটল করে নিতে হবে IRCTC Rail Connect অ্যাপ। অ্যাকাউন্ট থাকলে ভালো না থাকলে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করতে হবে। এবার তৎকাল টিকিট বুকিং করার আগে প্রোফাইলে কিছু পরিবর্তন করে নিতে হবে।
তৎকাল টিকিট হোক অথবা অন্য কোন টিকিট, বুকিং করার সময় যাত্রীদের নাম, বয়স ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত হয়। এই দেরি করার ফলে দেখা যায় হাতের কাছে থাকা কনফার্ম টিকিট হাতছাড়া হয়ে যায়। যে কারণে কনফার্ম টিকিট যাতে হাতছাড়া না হয় তার জন্য মাস্টার লিস্ট ব্যবহার করতে হবে।
যত জন যাত্রীর টিকিট বুকিং করতে চান সেই সকল যাত্রীর নাম, বয়স সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য আগেই মাস্টার লিস্টে যুক্ত করে রাখতে হবে। এই মাস্টার লিস্ট পাওয়া যাবে অ্যাপের মধ্যে My Profile অপশনের ভিতর। এখানে সমস্ত যাত্রীদের নাম ও অন্যান্য তথ্য আগে থেকে সেভ করে রাখলে টিকিট বুকিং করার সময় অযথা সময় নষ্ট হবে না।
এসি তৎকাল টিকিট বুকিং করার সময় শুরু হয় সকাল ১০ টায় এবং স্লিপার তৎকাল টিকিট বুকিং করার সময় শুরু হয় সকাল ১১ টায়। এক্ষেত্রে সময় শুরু হওয়ার ২ মিনিট আগে লগইন করতে হবে। বেশি আগে লগইন করলে লগ আউট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। টিকিট বুকিংয়ের টাকা দেওয়ার ক্ষেত্রে ইউপিআই অপশন বেছে নিতে হবে, তাতে সময় নষ্ট হয় না।