দিওয়ালির আগে জোড়া সুখবর দিল কেন্দ্র, সুবিধা বাড়বে কৃষকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের আর্থিক এবং অন্যান্য দিক দিয়ে উন্নতির জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প আনা হয়েছে। এই সকল প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের কৃষকদের পাশে দাঁড়ানো। সেই রকমই এবার দিওয়ালির আগে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের কৃষকদের জন্য জোড়া সুখবর দেওয়া হল।

Advertisements

প্রথম সুখবর হিসেবে কেন্দ্র সরকারের তরফ থেকে যে প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তার ১২ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। দিওয়ালির আগেই তারা তাদের এই প্রকল্পের টাকা হিসাবে ২০০০ টাকা করে পেয়েছেন। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গেই দ্বিতীয় সুখবর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ MSP বৃদ্ধি করার। ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হলে তা কৃষকদের কাছে আশীর্বাদ হিসাবেই পরিগণিত হবে।। কারণ আগের তুলনায় ন্যূনতম সহায়ক মূল্য অনেক বৃদ্ধি করা হচ্ছে।

Advertisements

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে সর্ষের ক্ষেত্রে MSP প্রতি কুইন্টালে ৪০০ টাকা বাড়ানো হবে। মসুর ডালের MSP প্রতি কুইন্টাল ৫০০ টাকা, গমের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ১১০ টাকা এবং পাটে প্রতি কুইন্টাল ১১০ টাকা বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এই ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই সহায়ক মূল্য বৃদ্ধি করার ফলে গমের নতুন ন্যূনতম সহায়ক মূল্য দাঁড়াচ্ছে ২১২৫ টাকা। সর্ষের ক্ষেত্রে এর দাম দাঁড়াচ্ছে ৫ হাজার ৪৫০ টাকা। কেন্দ্রের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত কৃষি ক্ষেত্রে কৃষকদের আরও উৎসাহিত করার জন্য এবং উৎপাদন আরও বৃদ্ধি করার জন্য।

Advertisements