৬৫০০ টাকার বাড়তি সুবিধা, দিওয়ালিতে Jio ফাইবার নিলেই দারুণ সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিওয়ালির আগে বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের জন্য দারুণ দারুণ অফার নিয়ে হাজির হয়েছে। এই সকল অফারের মধ্য দিয়ে গ্রাহকরা বিপুল ছাড়ের মধ্য দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন। ঠিক সেই রকমই জিওর তরফ থেকে তাদের জিও ফাইবারের ক্ষেত্রেও দারুণ অফার দেওয়া হল দিওয়ালির আগে।

Advertisements

জিওর তরফ থেকে জিও ফাইবারের উপর ডবল ফেস্টিভ্যাল বোনানজা সেল শুরু করা হয়েছে। এই অফার দেওয়া হচ্ছে কেবলমাত্র জিও ফাইবার গ্রাহকদের জন্য। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই অফার চলবে ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।

Advertisements

এই সময়কালে যে সকল গ্রাহকরা জিও ফাইবার কানেকশন নেবেন তারা ৬৫০০ টাকা পর্যন্ত বাড়তি সুবিধা পাবেন। তবে এই অফার কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য। কোন পুরাতন গ্রাহক এই অফারের সুবিধা পাবেন না। পাশাপাশি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বাছাই করা কিছু প্ল্যানের ক্ষেত্রে এই সুবিধা পাবেন গ্রাহকরা।

Advertisements

সংস্থার তরফ থেকে এই অফার দেওয়ার জন্য দুটি প্ল্যান বেছে নেওয়া হয়েছে। একটি প্ল্যান হল ৫৯৯ টাকার এবং অন্য প্ল্যানটি হল ৮৯৯ টাকার। এই দুটি প্ল্যান যদি কোন গ্রাহক ৬ মাসের জন্য নিয়ে থাকেন তাহলে তারা এই ডবল ফেস্টিভ্যাল বোনানজা অফারের সুযোগ পাবেন। এতে ১০০% ভ্যালু ব্যাক এবং ১৫ দিনের অতিরিক্ত বৈধতা পাওয়া যাবে।

৫৯৯ টাকার ৬ মাসের একসঙ্গে নিলে খরচ পড়বে ৩৫৯৪ টাকা। জিএসটি সহ খরচ পড়বে ৪২৪১ টাকা। এর সঙ্গে পাওয়া যাবে ৪৫০০ টাকার ভাউচার। এই প্ল্যান নেওয়ার পরিপ্রেক্ষিতে গ্রাহকরা বিনামূল্যে পাবেন ১০০০ টাকার AJIO ভাউচার, ১০০০ টাকার Reliance Digital ভাউচার, ১০০০ টাকার NetMeds ভাউচার, ১৫০০ টাকার IXIGO ভাউচার। এছাড়াও ১৫ দিনের বাড়তি ভ্যালিডিটি।

৮৯৯ টাকার প্ল্যানটি ৬ মাসের জন্য নেওয়ার ক্ষেত্রে জিএসটি সহ খরচ পড়বে ৬৩৬৫ টাকা। এতে ৬৫০০ টাকার বেনিফিট পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকরা বিনামূল্যে পাবেন ২০০০ টাকার AJIO ভাউচার, ১০০০ টাকার Reliance Digital ভাউচার, ৫০০ টাকার NetMeds ভাউচার, ৩০০০ টাকার IXIGO ভাউচার। এছাড়াও ১৫ দিনের বাড়তি ভ্যালিডিটি।

এই প্ল্যানটি যারা তিন মাসের জন্য নেবেন তাদের জিএসটি সহ খরচ পড়বে ৩৬৯৭ টাকা। এর সঙ্গে পাওয়া যাবে ৩৫০০ টাকার ভাউচার। গ্রাহকরা বিনামূল্যে পাবেন ১০০০ টাকার AJIO ভাউচার, ৫০০ টাকার Reliance Digital ভাউচার, ৫০০ টাকার NetMeds ভাউচার, ১৫০০ টাকার IXIGO ভাউচার।

Advertisements