জলের দরে ল্যাপটপ বিক্রি শুরু করল Jio, অবাক করা সব ফিচার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করার পর মুকেশ আম্বানির সংস্থা Jio এখন স্মার্টফোনের বাজার ধরার জন্য উঠেপড়ে লেগেছে। শুধু স্মার্টফোন নয়, এর পাশাপাশি ল্যাপটপ বিক্রিও শুরু করল তারা। দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থা লঞ্চ করলো JioBook ল্যাপটপ।

Advertisements

অক্টোবর মাসের শুরু থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিস তাদের এই জিও বুক ল্যাপটপ বিক্রি করা শুরু করে। তবে তারা ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মঞ্চ থেকে এই ল্যাপটপ বিক্রি শুরু করার যে ঘোষণা করা হয়েছিল তাতে কেবলমাত্র সরকারি আধিকারিকরা তা কেনার সুযোগ পাচ্ছিলেন। এবার সব গ্রাহকদের জন্য এই ল্যাপটপ বিক্রি শুরু হয়ে গেল।

Advertisements

ভারতে JioBook ল্যাপটপের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৭৯৯ টাকা। যখন এই ল্যাপটপ লঞ্চ করা হয় সেই সময় সংস্থার তরফ থেকে তাদের ওয়েবসাইটে যা দাম রাখা হয়েছিল তা ছিল ১৯৫০০ টাকা। তবে এখন প্রায় চার হাজার টাকা কমে এই ল্যাপটপ বিক্রি করা হচ্ছে। সস্তার এই ল্যাপটপ পাওয়া যাবে Reliance Digital Store-এ। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কার্ড এবং ক্রেডিট কার্ডের উপর তিন থেকে পাঁচ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে।

Advertisements

এই ল্যাপটপে যে সকল ফিচার রয়েছে সেগুলি হল ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে থাকছে চওড়া বেজেল। ভিডিও কলিংয়ের জন্য থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। Qualcomm Snapdragon 665 চিপসেট, Adreno 610 GPU থাকছে এই ল্যাপটপে।

সংস্থার নতুন এই ল্যাপটপে র‍্যাম দেওয়া হয়েছে ২ জিবি। স্টোরেজ থাকছে ৩২ জিবি এবং ১২৮ জিবি মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা রয়েছে। এই ল্যাপটপের যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তার নাম হলো JioOS। সংস্কার তরফ থেকে দাবী করা হয়েছে এই অপারেটিং সিস্টেম বিশেষভাবে অপটিমাইজড। এতে যে ব্যাটারি দেওয়া হচ্ছে তা হলো ৫০০০ mah এর এবং এর ব্যাকআপ থাকবে আট ঘন্টা। পাশাপাশি প্রসেসর ঠান্ডা করার জন্য থাকছে বিশেষ কুলিংয়ের ব্যবস্থা। এতে ইন বিল্ট জিও সিম দেওয়া রয়েছে।

Advertisements