SBI গ্রাহকদের জন্য সুখবর, ফের বাড়ল FD তে সুদের হার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দফায় দফায় রেপো রেট বৃদ্ধি করছে। দফায় দফায় রেপো রেট বৃদ্ধি হওয়ার ফলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আসছে পরিবর্তন। বদল ঘটছে স্থায়ী আমানত এবং ঋণের উপর সুদের হার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেট পরিবর্তন করার সঙ্গে সঙ্গে দেশের ব্যাংকগুলিও এই পরিবর্তন আনছে।

Advertisements

তবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরপর দুবার স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়ে তাদের গ্রাহকদের সুখবর দিল। দীপাবলির আগেই দ্বিতীয়বারের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতে বিনিয়োগ করার ক্ষেত্রে ২৫ থেকে ৮০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করা হয়েছে। সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক দুই ক্ষেত্রেই এই সুদের হার বৃদ্ধি করা হয়েছে।

Advertisements

সাধারণ নাগরিকদের জন্য ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৮০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে ৪.৭০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ করা হয়েছে।

Advertisements

১৮০ দিন থেকে ২১০ দিন অবধি মেয়াদের স্থায়ী আমানতে ক্ষেত্রে সুদের হার ৬০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৬৫ শতাংশ থেকে ৫.২৫ শতাংশ করা হল।

২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের আমানতে সুদের হার ৫.৬৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.২৫ শতাংশ।

৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সুদের হার ৪ শতাংশ থেকে বেড়ে ৪.৫০ শতাংশ হয়েছে।

এছাড়াও দীর্ঘমেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে ৩০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করা হয়েছে। যদিও ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম এই ব্যাংক।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের FD তে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৬৫ শতাংশ থেকে বেড়ে সুদের হার হয়েছে ৬.৯০ শতাংশ।

২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে মেয়াদে সুদের হার ৮০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.২০ শতাংশ থেকে করা হলো ৬ শতাংশ।

৩ বছর থেকে ৫ বছরের কম সময়য়ের FD-তে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৩০ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ হয়েছে।

২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে সুদের হার বেড়ে হয়েছে ৬.৭৫ শতাংশ।

১ বছর থেকে ২ বছরের কম FD- তে সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৬.৬০ শতাংশ।

৪৬ দিন থেকে ১৭৯ দিনের আমানতে সুদের বাড়িয়ে করা হয়েছে ৫ শতাংশ।

৭ থেকে ৪৫ দিনের আমানতে সুদের হারে কোন পরিবর্তন আনেনি দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন এই সকল সুদের হার কার্যকর করা হয়েছে ২২ অক্টোবর।

Advertisements