কোন স্টেশনে রয়েছে ট্রেন, এই পদ্ধতিতে জানা যাবে হোয়াটসঅ্যাপে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে ভারতীয় রেল পরিষেবাকে। প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন বলেই এমন আখ্যা দেওয়া হয়। কম খরচে এবং আরামদায়ক যাত্রার জন্য ভারতীয় রেলের উপর নির্ভর হন অধিকাংশ মানুষ।

Advertisements

রেল পরিষেবার উপর নির্ভর করে যেমন দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন, ঠিক তেমনি এই রেল পরিষেবা যাতে প্রতিটি মানুষের কাছে আরও স্বাচ্ছন্দের হয়ে ওঠে তার জন্য রেলের তরফ থেকে প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই রকমই এবার তারা একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

Advertisements

এমনিতে আপনার ট্রেন কোথায় রয়েছে তা জানার জন্য যাত্রীদের বিভিন্ন ধরনের অ্যাপ মোবাইলে ইন্সটল করতে হয়। কিন্তু এবার এমন এক ব্যবস্থা চলে এলো যাতে করে আর ফোনে বাড়তি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না। নিজেদের মোবাইলে থাকা জনপ্রিয় হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমেই যাত্রীরা জেনে নিতে পারবেন কোথায় রয়েছে তাদের ট্রেন।

Advertisements

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থান জানার জন্য Railofy এমন নতুন ব্যবস্থা এনেছে। তাদের তরফ থেকে 9881193322 whatsapp নম্বরটি প্রদান করা হয়েছে এবং এই নম্বর থেকে ট্রেনের লাইভ স্ট্যাটাস জানার পাশাপাশি জানা যাবে পিএনআর স্টেটাস, পরবর্তী রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন যাত্রীদের প্রয়োজনীয় তথ্য।

এই পরিষেবার সুবিধা পেতে হলে যাত্রীদের প্রথমে ওই সংস্থার তরফ থেকে প্রদান করা নম্বরটি নিজেদের মোবাইলে সেভ করে রাখতে হবে এবং ওই নম্বরের whatsapp করে ১০ সংখ্যার পিএনআর নম্বর পাঠাতে হবে। পিএনআর নম্বর পাঠানোর পর সংস্থার তরফ থেকে যাবতীয় তথ্য পাঠানোর ব্যবস্থা করা হবে।

Advertisements