কোথায় রয়েছে ট্রেন, জানা যাবে নিখুঁত অবস্থান, নয়া ব্যবস্থা রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশ, যেখানে দেড়শ কোটি মানুষের বসবাস। এই দেশের কয়েক লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করে থাকেন। অফিসের কাজ হোক অথবা চিকিৎসা বা ভ্রমণের জন্য কোথাও পাড়ি দেওয়া। যে কারণে রেল পরিষেবা ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড।

Advertisements

গণপরিবহনের এই মেরুদন্ডকে প্রতিনিয়ত সাজিয়ে-গুছিয়ে তোলা এবং সুন্দর করার জন্য ভারতীয় রেল সময়ের পরিপ্রেক্ষিতে নানান পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক সেই রকমই এবার ট্রেনের নিখুঁত অবস্থান জানার জন্য নতুন একটি ব্যবস্থা আনতে চলেছে ভারতীয় রেল। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা সহজেই জানতে পারবেন তার ট্রেনটি এখন কোথায় রয়েছে এবং কতক্ষণে তার কাছে এসে পৌঁছাবে অথবা গন্তব্যে পৌঁছাবে।

Advertisements

এমনিতে ট্রেনের বর্তমান স্থিতি জানার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। তবে সেই সকল অ্যাপে অনেক সময় প্ল্যাটফর্ম নম্বর থেকে শুরু করে ট্রেনের অবস্থান ভুল দেখানো হয়ে থাকে। এই সকল ধন্দ দূরে সরানোর জন্য ভারতীয় রেল ইসরোর সঙ্গে পরিকল্পনা করে যৌথভাবে রিয়্যাল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম আনার ব্যবস্থা গ্রহণ করেছে।

Advertisements

এই নতুন ব্যবস্থার ফলে কখন, কোন স্টেশনে আপনার স্টেশন রয়েছে তা খুব সহজে জানা যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ট্রেন সম্পর্কিত এই তথ্য হবে নিখুঁত এবং নির্ভুল। এক্ষেত্রে ভারতীয় রেলের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা হল লোকোমোটিভগুলিতে এই RTIS ইনস্টল করা হচ্ছে। এর ফলে স্টেশনে ট্রেন পৌঁছানো এবং ছেড়ে যাওয়ার সময়ও পাওয়া যাবে নিখুঁতভাবে।

এই সিস্টেম বসানোর কাজ ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২১ টি ইলেকট্রিক লোকোশেডে ২৭০০ টি লোকোমোটিভ বা ট্রেনে বসানো হয়েছে। এবার পঞ্চাশটি লোকেশনে ৬০০০ এই মেশিন বসানো হবে। এই নতুন ব্যবস্থাই ৩০ সেকেন্ড অন্তর অন্তর ট্রেনের অবস্থান বোঝা যাবে।

Advertisements