নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর নির্ভর করে ভারতে প্রতিদিন দেশের কয়েক কোটি মানুষ যাতায়াত করে থাকেন। প্রতিদিন এই বিপুলসংখ্যক মানুষের ট্রেনে যাতায়াত করার পরিপ্রেক্ষিতে রেল পরিষেবাকে ভারতের গণ পরিবহনের মেরুদন্ড বলা হয়। গণপরিবহনের এই মেরুদন্ড রেল পরিষেবায় যাতে আরও বেশি সুন্দর হয় তার জন্য ভারতীয় রেল প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে।
তবে এরই মধ্যে ভারতীয় রেল ৪ দশক ধরে চলা একটি সংস্থা বন্ধ করার ঘোষণা করল। কেন্দ্র এবং ভারতীয় রেলের তরফ থেকে Central Organisation for Modernization of Workshops (COFMOW) বন্ধ করার ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে এই ঘোষণা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
দিল্লিস্থিত এই সংস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সুপারিশ অনুযায়ী। এই সংস্থা মূলত কাজ করে আসছিল দেশের বিভিন্ন প্রান্তে যে সকল রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ওয়ার্কশপগুলি রয়েছে তাদের আধুনিকীকরণে। রেলে তরফ থেকে ইতিমধ্যেই রেলের পরিকাঠামো আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এখন যে সকল সংস্থার প্রাসঙ্গিকতা নিয়েই তাদের বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র সরকার।
তবে এই সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও যারা এই সংস্থার সঙ্গে কর্মরত ছিলেন তাদের কাজ হারানোর আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই সংস্থার সঙ্গে যে সকল কর্মচারীরা যুক্ত ছিলেন তাদের স্থানীয় রেল বিভাগে বা অন্য দপ্তরের স্থানান্তরিত করা হবে।
কর্মীদের স্থানান্তরিত করার যে প্রক্রিয়া তা শুরু হবে আনুষ্ঠানিকভাবে এই সংস্থা বন্ধ হওয়ার পর। এর আগে বেশ কিছু প্রক্রিয়াগত কাজ রয়েছে যেগুলি সেরে ফেলতে হবে। সেই সকল কাজ সেরে ফেলার জন্য নির্দিষ্ট সময়সীমার কথাও জানিয়েছে রেলবোর্ড।