বলিউড-হলিউড মানেই তো গ্ল্যামারের দুনিয়া। ঝাঁ চকচকে একটা লাইফ স্টাইল। এখানকার বাসিন্দা অর্থাৎ তারকারা তো সাধারণ মানুষের কাছে যেন স্বপ্নের দুনিয়ায় বাস করেন। তাই সাধারণ মানুষের কাছে তাদের জীবনযাত্রা নিয়ে কৌতূহলেরও শেষ নেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কোন জিনিস লুকিয়ে রাখা বেশ মুশকিল। বিশেষ করে তারকাদের জীবন নিয়ে জীবনযাত্রা নিয়ে যেখানে এত বেশি কাটাছেঁড়া হয়ে থাকে। হলি-বলির বাসিন্দারা যেহেতু আমাদের কাছে তারকা, তাই তাদের জীবনযাত্রার মানও তারকা সুলভই হবে, এমনটাই আশা করে সাধারণ মানুষ। কিন্তু প্রতিটি মানুষের মতো তাদেরও কারো কারো বেশ কিছু বদভ্যাস রয়েছে। আজকের প্রতিবেদনে তেমন কিছু তারকাদের বদভ্যাস তুলে ধরা হলো যা শুনলে আপনারও মাথা ভোঁ ভোঁ করে ঘুরবে।
১. শাহরুখ খান : এই মুহূর্তে বলিউডের সবথেকে বড় নাম যদি শাহরুখ বলা হয় তাহলে মোটেই অতুক্তি করা হবে না। এ দেশ তো বটেই সারা বিশ্বের রমণীদের কাছেই তিনি হার্ট থ্রব। তবে এহেন কিংবদন্তি মানুষেরও একটি বেশ বড় বদ অভ্যাস রয়েছে। সেটি হল, শাহরুখ নাকি সবসময়ই জুতো পরে থাকতে ভালোবাসেন।
২. সুস্মিতা সেন : সুস্মিতা সেনের গ্ল্যামারে হারিয়ে যাননি এমন পুরুষ খুব কমই আছেন। সুস্মিতা সেন নিজেই সৌন্দর্যের নামান্তর। তবে সুস্মিতা সেনেরও নাকি একটি বিশেষ বাজে অভ্যাস রয়েছে। সেটি হল তিনি নাকি কিছুতেই বাথরুমের চার দেয়ালের মধ্যে স্নান করতে পারেন না। তাকে স্নান করতে হলে খোলা আকাশের নিচে যেতে হয়। তাই তাঁর এই অদ্ভুত অভ্যাস চরিতার্থ করতেই তিনি নিজের বাড়ির ছাদে নাকি বানিয়েছেন এক বিশাল বাথ টব।
৩. ক্রিশ্চিয়ানা আগুইলেরা : তালিকার পরবর্তী নামটি আসবে আমেরিকান পপস্টার ক্রিশ্চিয়ানো আগুইলেরার। তিনি তো তাঁর বড অভ্যাস দিয়ে সকলকে টেক্কা দিয়ে গেছেন। এক হোটেল কর্মীর থেকে জানা যায়, ক্রিশ্চিয়ানা নাকি মলত্যাগের পর শৌচকর্ম করেন না। এমনিতেই পশ্চিমি দুনিয়ায় মলত্যাগের পর জল খরচের বদলে টিস্যু ব্যবহারের চল রয়েছে। তাই বলে তিনি টিস্যু ব্যবহার করে হাতও ধৌত করেন না। এমনি কি এই অবস্থায় তিনি অন্যের সাথে করমর্দন করতেও দ্বিধা করেন না।
৪. জেসিকা সিম্পসন : জেসিকা সিম্পসনও এই তালিকায় আসবেন অনায়াসে। জেসিকারও নাকি একটি বিশ্রী রকমের বড় অভ্যাস রয়েছে। তা হলো তিনি নাকি সপ্তাহে মাত্র ৩ দিন দাঁত মাজেন। এখন প্রশ্ন হলো যে, তিনি যে কয় দিন দাঁত মাজেন না, সে কয় দিন তিনি কি করেন? সূত্রের খবর তিনি নাকি বাকি দিন গুলোতে কাপড় দিয়ে ঘষে দাঁত পরিষ্কার করেন। বুঝুন কান্ড, কাপড় দিয়ে দাঁত ঘষার সময় হলে দাঁত ব্রাশ করতে সমস্যা কোথায়?
৫. জিতেন্দ্র : তালিকায় এই নামটি বেশ আশ্চর্যজনক। তবে তাঁর বদভ্যাসের কথা শুনলে হা হয়ে যেতে হবে। মলত্যাগের সময় ধুমপান করার কথা অনেক শুনে থাকবেন। কিন্তু জিতেন্দ্র নাকি মলত্যাগ করতে করতে খাবার খেয়ে থাকেন। বাথরুমে ঢোকার সময় একখানা পাকা পেঁপে হাতে করে নিয়ে ঢোকেন। মলত্যাগের সময় না খেলে নাকি তাঁর পেট পরিষ্কার হয়না।