পায়ে হেঁটে গেলেও খসবে বাড়তি টাকা, অবাক সিদ্ধান্ত ভুটানের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়রা যারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র ভুটানে যেতে পছন্দ করেন। কিন্তু দেখা যাচ্ছে এই প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রের একতরফা কর নীতি বিপাকে ফেলছে পর্যটকদের। এমনকি তাদের এই একতরফা কর নীতি নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

Advertisements

ভুটান সরকারের তরফ থেকে ভারতীয় পর্যটকরা যারা ভুটানে ঘুরতে যান তাদের জন্য করোনা পরবর্তী সময়ে ‘সাসটেনেবল ডেভলপমেন্ট ফি’ হিসাবে পর্যটক কিছু প্রতিদিন ১২০০ টাকা লাগু করেছে। তবে যারা রাতে ফিরে আসবেন তাদের এই কর দিতে হবে না। কিন্তু এবার যারা পায়ে হেঁটে ভুটান যান তাদের জন্য ছাড় দিচ্ছে না ভুটান সরকার। নতুন করে একটি কর লাগু করা হয়েছে তাদের তরফ থেকে।

Advertisements

পায়ে হেঁটেও যদি কোন ভারতীয় ভুটানের মাটিতে পা রাখেন তাহলে তাকে গুনতে হবে ১০ টাকা। নগদ অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে এই কর দিতে পারবেন ভারতীয় নাগরিকরা। ভুটান সরকারের তরফ থেকে নতুন এই করের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ইউজার ফি’। দিনে যতবার জয়গাঁ থেকে ফুন্টসোলিং অথবা সেখান থেকে জয়গাঁয় কেউ যাতায়াত করবেন তত বার এই টাকা গুনতে হবে।

Advertisements

তবে শুধু ভারতীয়দের জন্য নয়, ভুটানের নাগরিকরাও যদি একইভাবে যাতায়াত করে থাকেন তাহলে তাদেরও এই কর দিতে হবে। ফুন্টসোলিং জেলার অভিবাসন দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে এই করের কথা ঘোষণা করা হয়েছে। ফুন্টসোলিং জেলায় পর্যটকরা ছাড়াও হাজার হাজার দিনমজুরদের প্রতিদিন যাতায়াত করতে হয়। যে কারণে তাদের পকেট থেকেও এই টাকা খসবে।

ভুটান সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় বইছে চারদিকে। কারণ যারা এই পদক্ষেপের বিরুদ্ধে রয়েছেন তাদের কথা অনুযায়ী, আপাত দৃষ্টিতে ১০ টাকা খুব কম মনে হলেও এর ফলে বহু দিনমজুরের কাছে এই টাকা দেওয়াটা কষ্টকর এবং তাদের পকেটে টান ফেলতে পারে।

Advertisements