সহজ এই ৪ উপায়ে জানা যাবে হোটেলের রুমে গোপন ক্যামেরা রয়েছে কিনা

Antara Nag

Published on:

Advertisements

বর্তমানে প্রযুক্তির উন্নতি ঘটায় মানুষের খুব সুবিধা হয়েছে। তবে এই সুবিধার পাশাপাশি মানুষের অসুবিধাও হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডার একটি OYO রুমে গোপন ক্যামেরার সন্ধান পাওয়া গেছে। সেই নিয়ে সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই হোটেলের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করায় পুলিশ সেখানকার চারজনকে গ্রেফতার করেছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, সেই হোটেলের কর্তৃপক্ষ সেই গোপন ক্যামেরার মাধ্যমে সেখানকার গেস্টদের গোপন ভিডিও রেকর্ড করে তাদেরকে ব্ল্যাকমেইল করে মোটা টাকা উপার্জন করে।

Advertisements

এইরকম ঘটনা এই যে প্রথমবার ঘটেছে তা নয়, আগেও এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সতর্ক হয়নি। তাই আজকে এই প্রতিবেদনে আমি এমন চারটি উপায়ের কথা বলবো যার মাধ্যমে আপনি কোথাও রুম ভাড়া নিলে রুমে গোপন ক্যামেরা লাগানো আছে কিনা সহজেই বুঝতে পারবেন। সেই চারটি উপায় হল –

Advertisements

দ্বিমুখী আয়নার পরীক্ষা :এইসব গোপন ক্যামেরা কালপ্রিটরা সবসময় গোপন জায়গা অর্থাৎ আয়নার পিছনে বা কোনো কিছুর পিছনে লুকিয়ে রাখে। তাই সেটা পরীক্ষা করার জন্য প্রথমে একটি দ্বিমুখী আয়নার পরীক্ষা করে নিতে হবে। এই পরীক্ষাটি করার জন্য প্রথমে আপনি আপনার নখের ডগাটি আয়নায় ঠেকাবেন। সেখানে প্রতিফলিত নখ এবং আপনার আসল নখের ডগার মধ্যে যদি ফাঁক থাকে তাহলে সেটা নরমাল আয়না। কিন্তু সেই আয়নায় নখের ডগ এবং প্রতিফলিত নখের ডগ যদি একসাথে মিশে যায় তাহলে সেটি দ্বিমুখী আয়না অর্থাৎ সেই আয়নার পিছনেই লুকিয়ে রয়েছে গোপন ক্যামেরা।

Advertisements

রুমের ভিতর সাজানো বস্তু : অনেক সময় অপরাধীরা রুমের ভিতরে বিভিন্ন সাজ-সরঞ্জামের বস্তুর ভেতরে অর্থাৎ ফুলদানি, টিভি অ্যালার্ম ঘড়ি প্রভৃতির ভিতরে লুকিয়ে রাখতে পারে। তাই রুমের ভিতরে সব জায়গা একবার পরিদর্শন করে নেওয়া উচিত।

সেট-টপ বক্স-এর মধ্যেও গোপন ক্যামেরা : কোনো সময় আবার টিভির সেট-টপ বক্স বা ট্রান্সমিটারের যেখানে আলো জ্বলে সেই জায়গাগুলিতেও গোপন ক্যামেরা লাগিয়ে রাখে অপরাধীরা। এটা পরীক্ষা করতে হলে আপনি স্মার্টফোনের টর্চ লাইট জেলে পরীক্ষা করতে পারবেন। যদি বেগুনি বা নীল আলো জ্বলতে দেখেন তাহলে সেটি খুব সতর্কভাবে পরীক্ষা করতে হবে।

রুমের ভিতরে আরও অন্যান্য জায়গায় গোপন ক্যামেরা : এছাড়া রুমের ভিতর কোনো ড্রয়ারের লকে, হেয়ার ড্রায়ারে, সকেট পাওয়ার বা বাথরুমের সাওয়ারেও এই ক্যামেরা লাগিয়ে রাখেন। এই ক্যামেরা পরীক্ষা করতে হলে আপনাকে লাইট বন্ধ করতে হবে। তারপরে ওই ক্যামেরা দিয়ে আলো নির্গত হতে দেখা যাবে।

Advertisements