বর্তমানে অভিনয় জগতের পাশাপাশি বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতির নেতা বা নেত্রী পদে ভূষিত হয়েছেন। অভিনয়ের সাথে রাজনৈতিক মহল দুটোই সমানভাবে সামলাতে দেখা যাচ্ছে বিভিন্ন তারকাদেরকে। সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে বেশ কয়েক বলিউড-টলিউড জগতের তারকার নাম। যারা অভিনয় দুনিয়া ছেড়ে রাজনৈতিক মহল কাঁপাচ্ছে। চলুন জেনে নিন সেই সব তারকাদের নাম।
লকেট চ্যাটার্জি (Locket Chatterjee) : টলিউড জগতের এক জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন লকেট চ্যাটার্জী। প্রসেনজিৎ, চিরঞ্জিত প্রভৃতি নামকরা অভিনেতাদের সাথে অভিনয় করতে দেখা গেছে লকেট চ্যাটার্জিকে। বর্তমানে লকেট চ্যাটার্জি অভিনয় জগত ছেড়ে রাজনৈতিক কাজে মন দিয়েছেন। বর্তমানে এই অভিনেত্রীকে বিজেপির হয়ে লড়তে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তিনি হুগলির সাংসদ হিসেবে কাজ করছেন।
রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) : বাংলা তথা হিন্দির ছোট-বড় দুই পর্দাতেই অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী রূপা গাঙ্গুলীকে। “মহাভারত” ধারাবাহিকে দ্রৌপদীর চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। অভিনয় জগতের পাশাপাশি ২০১৫ সালে তিনি বিজেপি দলে যোগ দেন। এরপর ২০১৬ সালে বিরোধী দলের সাথে লড়াই করে জিতে রাজ্যসভায় সাংসদ হন।
হেমা মালিনী (Hema Malini) : বলিউডের ড্রিম গার্ল হলেন হেমা মালিনী। ১৯৯৯ সালে প্রথমবার তিনি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন। পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় সভার সাংসদ হন।
স্মৃতি ইরানি (Smriti Irani) : হিন্দি টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্মৃতি ইরানি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী পদে যুক্ত হন।
নাগমা (Nagma) : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্যতম পরিচিত মুখ হল নাগমা। এই অভিনেত্রীকে সালমান খানের সাথে অভিনয় করতে দেখা গেছে। পরবর্তীতে এই অভিনেত্রী অভিনয় জগতের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত হন।