লাভ কমল Jio-র, দাম বাড়ার আশঙ্কা, মাথায় হাত পড়তে পারে গ্রাহকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও। তারাই প্রথম দেশে 4G পরিষেবা আনে এবং বর্তমানে তারাই প্রথম দেশে 5G পরিষেবাও এনেছে। একের পর এক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষেত্রে জিও-র জুড়ি মেলা ভার তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে সাম্প্রতিককালের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, জিও গ্রাহকদের এক ধাক্কায় অনেকটা খরচ বাড়তে পারে।

Advertisements

দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থার চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রাহক সংখ্যার নিরিখে লাভ হয়েছে। তবে সেই লাভের পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। এই পরিস্থিতিতে সংস্থাকে টিকিয়ে রাখতে এবং গ্রাহকদের সমানভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খরচ বাড়ানোর দিকে সংস্থা হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements

কারণ হিসাবে ওই রিপোর্টে বলা হয়েছে, শুধু লাভের পরিমাণ কমেছে এমন নয়, এর পাশাপাশি পরিকাঠামো গত দিক দিয়ে বিভিন্ন পরিবর্তন আনা এবং নেটওয়ার্ক পরিকাঠামো, কর্মী খরচ ইত্যাদি আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এছাড়াও দেশের সর্বত্র তাদের 5G পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আগামী কয়েক মাসে খরচ আরও বাড়বে তা নিয়ে কোন দ্বিমত নেই।

Advertisements

যদিও সংস্থা একটি জায়গায় স্বস্তি পেয়েছে, তা হলো গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় জিও গ্রাহকদের ডেটা ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। দেশের সব জায়গায় 5G পরিষেবা চালু হয়ে গেলে এই ডেটা ব্যবহার আরও কয়েকগুণ বেড়ে যাবে বলেও আশা করা হচ্ছে।

যদিও ট্র্যারিফ রেট কত বৃদ্ধি করা হতে পারে বা এই বিষয়ে কবে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে তা নিয়ে ওই রিপোর্টে কিছু বলা হয়নি। তবে এর আগেও একাধিকবার জিও সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছিল এবং তার ফলে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements