১০০০ টাকাতেই খোলা যাবে অ্যাকাউন্ট, পোস্ট অফিসের এই স্কিমে দারুণ লাভ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বহু মানুষ রয়েছেন যারা ব্যাংকের বিভিন্ন প্রকল্পে টাকা রাখার তুলনাই পোস্ট অফিসের উপর বেশি ভরসা করেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং বেশি লাভের কথা মাথায় রেখে পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রে এই সকল মানুষদের সবচেয়ে বেশি ঝুঁকতে দেখা যায়।

Advertisements

পোস্ট অফিসের উপর যারা সবচেয়ে বেশি নির্ভরশীল তাদের জন্য এবার একটি সুখবর মিলল। বেশি লাভের একাধিক স্কিমের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিসের তরফ থেকে যে প্রকল্প চালু করা হয়েছে তার নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমের আওতায় কোন প্রবীণ নাগরিক চাইলে মাত্র ১ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Advertisements

এই প্রকল্পে যে সকল প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করবেন তারা ৭.৪ শতাংশ সুদ পাবেন। যে কারণে এই স্কিম কেবলমাত্র নিরাপদে টাকা সঞ্চয় করার জন্য উল্লেখযোগ্য স্কিম নয়, পাশাপাশি এতে ভালো রিটার্ন পাওয়া যায়। বর্তমানে দেশের বহু প্রবীণ নাগরিকদের কাছে এই স্কিম খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisements

এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও অফলাইনে আবেদন করার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করা যেতে পারে। পৃথকভাবে অথবা যৌথভাবে বিভিন্ন উপায়ে এই প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পান বিনিয়োগকারীরা। এই প্রকল্পে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

বিনিয়োগ করার ক্ষেত্রে যদি বিনিয়োগকারীরা এক লক্ষ টাকার কম বিনিয়োগ করেন তাহলে তারা নগদে বিনিয়োগ করতে পারবেন। তবে যদি এক লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা হয়ে থাকে তাহলে তাদের বিনিয়োগ করতে হবে চেক মারফত। এছাড়াও এই প্রকল্পে বিনিয়োগ করার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে 80C এর অধীনে ছাড় পেতে পারেন।

Advertisements