নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন অংকের নোট এবং কয়েন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। কারণ এই নোট অথবা কয়েন ছাড়া আমাদের চলে না। তবে সম্প্রতি নোটে ছবি ছাপানো নিয়ে সরগরম হয়েছে দেশ। কারণ একটাই। বিভিন্নজন নোটে বিভিন্ন জনের ছবি ছাপানো নিয়ে নানান দাবি তুলছেন।
বর্তমানে ভারতে যে নোটের প্রচলন রয়েছে তাতে মহাত্মা গান্ধীর ছবি দেখা যায়। কিন্তু বারংবার দাবি উঠছে মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্রের ছবির নোট প্রকাশ করার। আবার দাবি উঠছে, লক্ষ্মী গণেশের ছবি ছাপানো। কখনো কখনো দাবি তোলা হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজের ছবি ছাপানোর, এছাড়াও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপানোর দাবিও তুলতে দেখা গিয়েছে।
নোটে নতুন ছবি ছাপানোর ফলে নোটে পরিবর্তন আসে। যদিও এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা কেন্দ্রকে। তবে এর সঙ্গে সঙ্গেই আরও একটি প্রশ্ন উঠছে, তা হল নোট পরিবর্তন হওয়ার পর পুরাতন নোটের কি হয়? একইভাবে প্রশ্ন উঠছে পুরাতন কয়েনের কি হয়?
নিয়ম অনুযায়ী হঠাৎ কোনো নোটের পরিবর্তন ঘটলে গ্রাহকদের চিন্তা করার কারণ কিছু থাকে না। কারণ কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোট এবং কয়েন পরিবর্তন হয়ে যাওয়ার পর দুই ধরনেরই প্রচলন রাখা হয় বাজারে। এরপর ধীরে ধীরে পুরাতন নোট বাজার থেকে তুলে নেওয়া হয় এবং নতুন নোট ছড়িয়ে দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।
কয়েনের কোনরকম পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার থাকে কেন্দ্রের। কয়েনের ডিজাইন কেমন হবে, ওজন কত হবে, কি দিয়ে তৈরি করা হবে সবকিছু ঠিক করে থাকে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দায়িত্ব কেবলমাত্র নতুন সেই কয়েন বাজারে ছড়িয়ে দেওয়ার। তবে নোট বন্দির মতো ঘটনা ব্যতিক্রম।