নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার কিনে নিয়েছেন ধনকুবের এলন মাস্ক। তিনি এই সোশ্যাল মিডিয়া নিজের হাতে নেওয়ার পরেই কোম্পানির সিইও পরাগ আগারওয়াল থেকে শুরু করে একাধিক আধিকারিকদের ছাাঁটাই করেছেন। তবে এরই মধ্যে নতুন ফাঁদ পাততে চলেছেন তিনি বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, টুইটার নিজের হাতে হস্তান্তরিত করার পর মার্কিন ধনকুবের এলন মাস্ক রোজগারের নতুন পথ খুঁজছেন। রোজগারের এই নতুন পথ খুঁজতে গিয়েই তিনি এমন পদক্ষেপ নিতে চলেছেন যাতে ব্যবহারকারীদের পকেট থেকে বাড়তি টাকা খসতে পারে। যদিও এই বিষয়টি নিয়ে জল্পনার শেষ নেই।
সম্প্রতি সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হচ্ছে, টুইটারে যে সকল ভেরিফাইড ব্লু টিক প্রোফাইল রয়েছে তাদের ব্লু টিক ধরে রাখার জন্য আলাদা করে সাবস্ক্রিপশন দিতে হবে। একই সঙ্গে নাকি সেলিব্রিটিদের থেকেও আলাদা অতিরিক্ত সাবস্ক্রিপশন নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। The Verge-এ প্রকাশিত প্রতিবেদনেও এমনটা দাবি করা হচ্ছে।
The Verge এর তরফ থেকে দাবি করা হচ্ছে, প্রিমিয়াম সাবসক্রিপশনের জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে প্রায় ২০ মার্কিন ডলার খরচ করতে হবে যা ভারতীয় মুদ্রায় ১৬৫০ টাকার এদিক ওদিক। এর পাশাপাশি ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্ততপক্ষে ৯০ দিনের জন্য ব্লু টিক প্রোফাইল থাকাদের সাবস্ক্রিপশন কিনতে হবে। অন্যথায় এই অ্যাকাউন্ট থেকে ব্লু টিক উড়ে যাবে।
এর পাশাপাশি এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবস্ক্রিপশন সংক্রান্ত সমস্ত কাজ আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। টুইটারের তরফ থেকে গত বছর ঐচ্ছিক টুইটার ব্লু সাবস্ক্রিপশন আনা হয়েছিল। এক্ষেত্রে যারা এই সাবস্ক্রিপশন নিতেন তারা একাধিক প্রিমিয়াম ফিচার ব্যবহার করার সুযোগ পান। এই পরিষেবা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয়েছে এবং তা দ্রুত বিশ্বের প্রতিটি দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।