নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অধিকাংশ দেশের গণপরিবহনের মেরুদন্ড হল রেল পরিষেবা। বিশ্বের যে সকল বড় বড় রেল নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে ভারতীয় রেল অন্যতম। প্রতিদিন ভারতীয় রেলের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশের ৭ হাজারের বেশি রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ২০ হাজারের বেশি যাত্রীবাহী এবং সাত হাজারের বেশি পণ্যবাহী ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়। ভারতীয় রেলের এই বিপুল গুরুত্বের কথা মাথায় রেখে বিভিন্ন সময় নিয়মে পরিবর্তন আনা হয়।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেলের তরফ থেকে এই সকল নিয়মে পরিবর্তন আনা হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় রেলের উপর এত চাপ থাকলেও যে সকল নিয়ম তাদের তরফ থেকে জারি করা হয় সেই সকল নিয়মে কোন হেরফের হয় না। কঠোর ভাবে যাত্রীদের সেই সকল নিয়ম মেনে চলতে হয়।
ভারতীয় রেলের তরফ থেকে এবার তাদের যাত্রীদের জন্য বোর্ডিং স্টেশন পরিবর্তন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একসময় বোর্ডিং স্টেশন পরিবর্তন করার মতো কোন নিয়ম চালু না থাকলেও এখন তা চালু হয়েছে। এছাড়াও নতুন নিয়মে বলা হয়েছে, ট্রেনে ওঠার ২৪ ঘন্টা আগেও নিজেদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি এই বোর্ডিং স্টেশন পরিবর্তন করার ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না।
বোর্ডিং স্টেশন পরিবর্তন করার ক্ষেত্রে যাত্রীদের আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে ‘বুকিং টিকিট হিস্ট্রি’ অপশনে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার অপশন বেছে নিতে হবে। এরপর খুব সহজেই সেই বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে।
তবে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার ক্ষেত্রে যাত্রীদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। কারণ একবার বোর্ডিং স্টেশন পরিবর্তন করা হলে তা আর দ্বিতীয়বার পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে কোন ভুল-ভ্রান্তি হলে যাত্রীদের ভোগান্তির শেষ থাকবে না। এছাড়াও বোর্ডিং স্টেশন পরিবর্তন করার পর যদি কোন যাত্রী অন্য কোন স্টেশন থেকে ট্রেনে চড়েন তাহলে তাকে জরিমানা দিতে হবে।