LIC নিয়ে এলো ধন বর্ষা, একবার বিনিয়োগ করলেই কেল্লাফতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জীবন বীমার ক্ষেত্রে বর্তমানে দেশে বিভিন্ন সংস্থা পরিষেবা দিতে শুরু করলেও, দেশের বড় সংখ্যার মানুষের ভরসা সেই এলআইসির উপর। প্রতি বছর এলআইসিতে বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে দেশের বৃহত্তম জীবন বীমা সংস্থা হিসাবে এখনো নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা। এবার এই সংস্থার তরফ থেকে নিয়ে আসা হলো ধন বর্ষা নামে একটি স্কিম।

Advertisements

এই স্কিমের মধ্য দিয়ে গ্রাহকদের দুটি পলিসি টার্ম দেওয়া হচ্ছে। গ্রাহকরা পছন্দমত যেকোনো একটি বেছে নিতে পারেন। নতুন এই স্কিমে বিনিয়োগকারীদের কেবলমাত্র একবার বিনিয়োগ করতে হবে। এই স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন প্রিমিয়ামের ১০ গুণ গ্যারান্টি ম্যাচিউরিটি, বোনাস, ডিসকভার সহ বিভিন্ন ধরনের সুবিধা।

Advertisements

এলআইসির এই ধন বর্ষা স্কিমের সঙ্গে দেওয়া হচ্ছে একটি সেভিংস স্কিম। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, এই প্রকল্প চলাকালীন যদি বিনিয়োগকারীর মৃত্যু হয়ে থাকে তাহলে তার পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করা হবে। পাশাপাশি ম্যাচিউরিটির সময় এই পলিসি বাকি জীবনের জন্য পেমেন্টের গ্যারান্টি দেয়। এলআইসি-র লিস্টে ধন বর্ষা প্ল্যান ৮৬৬ নম্বরে রয়েছে। এই প্ল্যানে মেডিকেল এবং নন-মেডিকেল দুটি স্কিম উপলব্ধ।

Advertisements

এই পলিসিতে গ্রাহকরা নিজেদের পছন্দমত সাম অ্যাসিওর অ্যামাউন্ট জমা করতে পারেন। তবে ম্যাচিউরিটির সময় ১০ গুন রিটার্ন পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সংস্থার তরফ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কেউ যদি ৫০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি ম্যাচিউরিটির সময় ৫ লক্ষ টাকা পাবেন। বিনিয়োগকারীর মৃত্যু হলে এই টাকা পাওয়া যায়।

১০ বছর অথবা ১৫ বছর দুটি টার্মের এই পলিসি বেছে নেওয়া যেতে পারে। ১৫ বছরের টার্ম বেছে নেওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ৩ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। ১০ বছরের টার্ম বেছে নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীর ন্যূনতম বয়স হতে হবে আট বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৬০ বছর।

Advertisements