ঝুলন্ত সেতুতে ছয়লাপ, গুজরাতের মতই উত্তরবঙ্গে রয়েছে এই সকল জায়গায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১৪১ জনের। এই ঘটনা শুধুমাত্র দেশ নয় পাশাপাশি বিদেশেও শোকের ছায়া নামিয়ে এনেছে। তবে শুধু গুজরাত নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও রয়েছে এইরকম ঝুলন্ত সেতু। যাদের মধ্যে উত্তরবঙ্গে সংখ্যাটা সবচেয়ে বেশি।

Advertisements

১) আলিপুরদুয়ার জেলার ধওলা নদীর উপর রয়েছে একটি ঝুলন্ত সেতু এবং এই সেতুর অবস্থা খুব একটা ভালো নেই। দীর্ঘদিন ধরেই এই সেতুর ওপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ১০০ মিটার লম্বা এই ঝুলন্ত সেতুর উপর নির্ভরশীল এলাকার ৪০টি পরিবার। পাশাপাশি জঙ্গলের মাঝে থাকা এই ঝুলন্ত সেতু দেখতে বহু পর্যটকদেরও আগমন ঘটে।

Advertisements

২) কালিম্পং মহকুমার অন্তর্গত লাভা থেকে ১০ কিলোমিটার দূরে রেচেলা পাহাড়কে ঘিরে প্রায় ১১০০০ ফুট উচ্চতায় রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্দ্যান। রিশপ থেকে লাভা হয়ে ২১ কিলোমিটার দূরে সাড়ে ৫ হাজার ফুট উচ্ছতায় অবস্থিত লোলেগাঁও। এখানে রয়েছে ১৮০ মিটার লম্বা ক্যানোপি ওয়াক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি বন্ধ করে রাখা হয়েছে।

Advertisements

৩) আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ঝুলন্ত সেতু রয়েছে। এই সকল বিভিন্ন ঝুলন্ত সেতুর উপর এলাকার বাসিন্দারা ছাড়াও পর্যটকদের আনাগোনা করতে হয়। যে কারণেই গুজরাতের ঘটনার পর এখন এই সকল ঝুলন্ত সেতু নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।

যদিও নবান্ন সূত্রে জানা যাচ্ছে, গুজরাটে এমন ঘটনা ঘটে যাওয়ার পর এখন নবান্নের তরফ থেকে রাজ্যের যে সমস্ত জায়গায় ঝুলন্ত সেতু রয়েছে তড়িঘড়ি সেই সকল সেতুর অবস্থা জানতে চাওয়া হয়েছে। সেই সকল সেতুর অবস্থা সম্পর্কিত রিপোর্ট গ্রহণের পরই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যাচ্ছে।

Advertisements