ফের খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাড়তে চলেছে বেতনের পরিমাণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে বেড়ে চলেছে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য কেন্দ্রের তরফ থেকে একের পর এক নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই সকল পদক্ষেপের মধ্যেই যাতে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে চাপ সৃষ্টি না হয় তার জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। দুর্গাপুজোর আগেই এই খুশির খবর দেওয়া হয়।

Advertisements

তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখানেই খুশির খবরের অন্ত নেই। এরপরেও তাদের খুশির খবর দিয়েছে কেন্দ্র। কেন্দ্র সূত্রে জানা যাচ্ছে, তাদের তরফ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হতে পারে। এই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির তরফ থেকে জানানো হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ গ্রহণ করা হবে জানা যাচ্ছে।

Advertisements

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণের পরিবর্তে করা হোক ৩.৬৮ গুণ। ফলে এই যে গুঞ্জন ছড়িয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার বিষয়ে তা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দাওয়া মিটবে।

Advertisements

এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন কারোর যদি ১৮ হাজার টাকা হয়ে থাকে তাহলে তিনগুণ ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হলে ভাতা ছাড়া বেতন দাঁড়াবে ৫৪ হাজার টাকা। অন্যদিকে সে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন ২৬ হাজার টাকা তাদের ক্ষেত্রে যদি ৩.৬৮ গুণ ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হয় তাহলে বেতন দাঁড়াবে ৯৫৬৮০ টাকা।

ফিটমেন্ট ফ্যাক্টর হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির একক। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় আর তা কমলে বেতন হ্রাস পায়। এর উপরই সরাসরি ভাবে নির্ভর করছে বেতন বৃদ্ধি।

Advertisements