মাথায় হাত টুইটার ব্যবহারকারীদের, ব্লু-টিক রাখতে এত টাকা লাগবেই, ঘোষণা এলন মাস্কের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টুইটার নিজের হাতে নেওয়ার পর একাধিক বদল আনবেন তা নিয়ে জল্পনা প্রথম থেকেই তৈরি হয়েছিল। সেই জল্পনাতেই শিলমোহর দিতে শুরু করলেন টেসলা কর্তা এলন মাস্ক। ইতিমধ্যেই নভেম্বর মাসের এক তারিখ তিনি একাধিক পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। তার এই ঘোষণায় সবচেয়ে বেশি মাথায় হাত পড়তে শুরু করেছে যাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট রয়েছে।

Advertisements

এলন মাস্ক চলতি বছরের এপ্রিল মাসে টুইটার কেনার সিদ্ধান্ত নেন এবং এর পিছনে বিনিয়োগ করেন ৪৪০০ কোটি ডলার। টুইটার তার নিজের হাতে নেওয়ার সময় থেকেই জল্পনা তৈরি হয়েছিল বিভিন্ন পরিবর্তন আনার ক্ষেত্রে। ব্যবহারকারীদের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখন যে পদক্ষেপ তিনি নিয়েছেন তাতে প্রতি মাসে টাকা খসবে ভেরিফাইড অ্যাকাউন্টধারীদের।

Advertisements

মঙ্গলবার এলন মাস্ক যে সকল ঘোষণা করেন তার মধ্যে অন্যতম ঘোষণা হিসেবে তিনি জানান, এখন থেকে টুইটার অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা চাইলে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাইড করাতে পারবেন। তবে নিজের অ্যাকাউন্টের পাশে ব্লু টিক রাখার জন্য প্রতিমাসে খরচ করতে হবে। এর আগে এই ব্লু টিক রাখার জন্য কোন খরচ করতে হতো না যারা এর যোগ্য ছিলেন তাদের।

Advertisements

এলন মাস্কের ঘোষণা অনুযায়ী, অ্যাকাউন্ট পাশে ব্লু টিক রাখার জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ৮ ডলার খরচ করতে হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০০ টাকা। তবে বিভিন্ন দেশের ক্ষেত্রে এই টাকার পরিমাণ পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে সংস্থার মালিক এলন মাস্কের তরফ থেকে। এই ব্লু টিক ব্যবহার করা হয় অ্যাকাউন্ট আসল এবং বিশ্বাসযোগ্য বোঝানোর জন্য।

তবে এখন টাকার বিনিময়ে ব্লু টিক দেওয়ার ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এর বিরুদ্ধে অনেকেই একের পর এক অভিযোগ জানিয়েছেন। সেই সকল অভিযোগকেও কোন রকম পাত্তা দিতে চান না সংস্থার মালিক এলন মাস্ক। তার সোজা কথা, ‘অভিযোগকারীরা অভিযোগ করা চালিয়ে যান। তবে এর জন্য মাসে ৮ ডলার খরচ করতেই হবে।’

Advertisements