নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সমস্ত টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে একটি হলো BSNL। এই টেলিকম সংস্থা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হওয়া সত্বেও অন্যদের তুলনায় অনেক পিছনে রয়েছে। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি 5G লঞ্চ করার জন্য দেশজুড়ে পরিকাঠামো তৈরি করছে, সেই জায়গায় এই টেলিকম সংস্থা এখনো পর্যন্ত 4G পরিষেবা দিতে পারল না গ্রাহকদের।
4G পরিষেবা লঞ্চ করার বিষয়ে রাষ্ট্রয়াত্ত এই টেলিকম সংস্থা একাধিকবার দিনক্ষণ ঘোষণা করলেও বিভিন্ন কারণে তাদের পিছু হটতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আদৌ 4G পরিষেবা লঞ্চ হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। তবে জানা যাচ্ছে, 4G পরিসেবা লঞ্চ করার জন্য BSNL অন্য এক সংস্থার সঙ্গে হাত মিলাচ্ছে।
BSNL দেশজুড়ে 4G পরিষেবা লঞ্চ করার জন্য টাটা কনসালটেন্সী সার্ভিসের সঙ্গে হাত মিলিয়ে ছিল। তবে একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এখন টাটার সঙ্গ ছেড়ে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা হাত মেলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিওর সঙ্গে। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে। সারা দেশে প্রায় এক লক্ষ টাওয়ার আপগ্রেড করতে পারে BSNL।
4G পরিষেবা লঞ্চ করার বিষয়ে এই টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল আগস্ট মাসের ১৫ তারিখ লঞ্চ করা হবে। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। তবে অন্য একটি সূত্রে জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ এপ্রিল মাস নাগাদ ইনস্টলেশনের কাজ শুরু হবে।
অন্যদিকে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৩ সালের শুরুর দিকে 4G পরিষেবা লঞ্চ করবে BSNL। যদিও 4G পরিষেবা লঞ্চ করার কয়েক মাসের মধ্যেই 5G পরিষেবা লঞ্চ করতে পারে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা।