নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে এক সময় রাজত্ব করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের পরিকাঠামোই পরিবর্তন আনতে না পেরে এখন সবার পিছনে পৌঁছে গিয়েছে। যদিও বাজার ধরে রাখার জন্য এই টেলিকম সংস্থার তরফ থেকে বিভিন্ন সময়ই নানান পরিবর্তন আনা হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থার তরফ থেকে এবার তাদের গ্রাহকদের জন্য একটি সুখবর দেওয়া হল। সুখবর এ জানানো হয়েছে, এখন থেকে প্রতিটি প্রিপেড গ্রাহকরা তাদের প্রিপেড প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ডেটা অর্থাৎ ইন্টারনেট করার সুযোগ পাবেন। আগে এমন সুবিধা দেওয়া হতো নির্দিষ্ট কিছু রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে সমস্ত প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন তাদের গ্রাহকরা। তবে ফেয়ার ইউজেজ পলিসি (FUP) নিয়ম অনুসারে নির্দিষ্ট ডেটা ব্যবহার হয়ে যাওয়ার পর স্পিড কমে যাবে। স্পিড কমে গেলেও গ্রাহকরা ইন্টারনেট চালাতে পারবেন।
গত ১ নভেম্বর থেকে সংস্থার তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে সংস্থার তরফ থেকে তাদের ওয়েবসাইটে বিস্তারিত আপডেট করা হয়েছে। সংস্থার তরফ থেকে এই ঘোষণার পর এখন গ্রাহকরা নির্দিষ্ট ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেট চালাতে পারবেন ৪০ কেবিপিএস স্পিডে।
FUP অর্থাৎ নির্দিষ্ট ডেটা শেষ হয়ে যাওয়ার পরও ইন্টারনেট করার সুযোগ বহু টেলিকম সংস্থার তরফ থেকে দেওয়া হয়ে থাকে। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের নির্দিষ্ট ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরেও ৬৪ কেবিপিএস স্পিডে গ্রাহকদের ইন্টারনেট করার সুযোগ দিয়ে থাকে। সেই রকমই BSNL-ও এই সুবিধা চালু করল।