নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার আমলে এখন কখন যে কোন ভিডিও ভাইরাল হবে তার কোন গ্যারান্টি কেউ দিতে পারেন না। হঠাৎ হঠাৎ করে এমন সব ভিডিও ভাইরাল হয়ে পড়ে যা রীতিমতো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়ে থাকে। সোশ্যাল মিডিয়ার এই ব্যবহারকারীদের জন্যই আজ সেলিব্রেটি রানু মন্ডল ভুবন বাদ্যকর থেকে মিলন কুমারের মতো তারকারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইরকমই এক মহিলার নাচ ভাইরাল হয়েছে। মাঝ রাস্তায় জনপ্রিয় একটি হিন্দি গানে তাকে উদ্দাম নাচতে দেখা যায়। যেখানে এইভাবে মাঝ রাস্তায় নাচার ক্ষেত্রে অন্যান্যরা লজ্জা পেয়ে থাকেন সেই জায়গায় ওই মহিলার মধ্যে কোনরকম লাজ-লজ্জা দেখা যায়নি। তিনি নিজের ছন্দেই নেচে চলেছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা বাপ্পি লাহিড়ীর গলায় ডিস্কো ড্যান্সার সিনেমার জনপ্রিয় হিন্দি ‘ইয়াদ আ রহা হ্যয়’ এইভাবে পারফরমেন্স দেখান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রথম দিকে অনেকে বুঝতে পারেননি ঘটনাটি কোথাকার। পরে জানা যায় এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতে।
ঘটনা ঠিক ঘটেছে এই বছর কালীপুজোর সময়। যখন সবাই প্রতিমা দর্শন করতে বের হন সেই সময় এমন ঘটনাটি ঘটে বারাসাতের সন্ধানী ক্লাবের অস্থায়ী মঞ্চের সামনে। সেখানে যখন এই জনপ্রিয় গানটি বাজতে শুরু করে সেই সময় ওই মহিলা তার নাচ শুরু করেন। শুরুতেই একজন এসে তাকে আটকানোর চেষ্টা করেন।
তবে ওই মহিলার বারণ নাচ করা মহিলা শোনেননি এবং নিজের ছন্দেই দারুণ নাচ দেখান। তার নাচ দেখে পাশে উপস্থিত অন্যান্যরা মুগ্ধ হয়ে যান এবং সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। যদিও ওই মহিলার নাম ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি।