বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ হল এটি, হুল ফুটলে যন্ত্রণা সহ্য করা অসম্ভব

Antara Nag

Updated on:

Advertisements

পেশায় শিক্ষক ড্যানিয়েল একটি ব্রিটিশ সংবাদপত্র মেট্রোকে জানিয়েছেন, তিনি শুধু শুধু বাড়িতে বসে এতটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে তিনি ঠিক করেন জীবনে সাহসী কিছু করবেন। আর তার পরই এই বিষাক্ত ‘জিম্পি-জিম্পি’ গাছ রোপণের কথা ভাবেন। এই গাছ টি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ হিসেবে পরিচিত।

Advertisements

আর ইনি কেবল বাড়িতে বসে একঘেয়ে লাগছিল বলে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ কে বাড়িতে রোপণ করলেন ব্রিটেনের ওই বাসিন্দা। যিনি এই কাজ করেছেন সেই ব্রিটিশ নাগরিকের নাম ড্যানিয়েল এমলিন-জোনস। ড্যানিয়েল আপাতত নিজের বাড়িতেই রোপণ করেছেন পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছ ‘জিম্পি-জিম্পি’। এই গাছটি ‘অস্ট্রেলিয়ান স্টিঙ্গিং ট্রি’ নামেও পরিচিত। এই গাছের হুল একবার ফুটে গেলে মাসের পর মাস ব্যথায় কাতরাতে থাকবেন একজন সুস্থ-সবল মানুষ।

Advertisements

এই গাছের হুল একবার শরীরে প্রবেশ করলে এতটাই যন্ত্রণা হয় যে, মানুষের মনে আত্মহত্যা করার কথাও ভাবে। সেই সমস্ত বিপদের কথা জেনেও ৪৯ বছর বয়সি এই শিক্ষক ড্যানিয়েল তাঁর বাড়িতে ‘জিম্পি-জিম্পি’ গাছ বসিয়েছেন। তবে বাড়ির মধ্যে গাছটিকে অতি যত্নে রাখলেও অত্যন্ত সাবধানতা অবলম্বন ও করা হয়েছে। গাছটিতে যাতে সকলে হাত না দিয়ে ফেলে তার ব্যবস্থাও আছে। তাই সকলের নাগালের বাইরে রাখতে গাছটিকে খাঁচার ভিতরে রাখা হয়েছে। খাঁচার বাইরে ‘বিপজ্জনক’ লিখে সতর্কবার্তাও দিয়ে রেখেছেন বলে ড্যানিয়েল জানিয়েছেন।

Advertisements

ড্যানিয়েলের কাছে যখন জানতে চাওয়া কী ভাবে বাড়িতে রোপণ করা যেতে পারে এই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছটি কে। এর উত্তরে ড্যানিয়েল বলেন যে, অনলাইনে এই গাছের বীজ আপনারা পেয়ে যাবেন। তবে এই গাছ বাড়িতে বসাতে হলে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যে টব টিতে গাছ বসাবেন, তার বাইরে আর কোথাও যেন ওই গাছের বীজ পরে না যায় সে খেয়াল রাখতে হবে। যখন এই গাছ হুল ফুটে যায়, তখন মনে হয় যেন কেউ সেই জায়গায় অ্যাসিড ঢেলে দিয়েছে।

তবে ভারতে বসে এই গাছের বীজ আপনি সস্তায় পাবেন না। ভারতে এই গাছের এক একটি বীজের দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার টাকা। তবে আপনি যদি উদ্ভিদ প্রেমী হয়ে থাকেন, নানা রকম গাছ লাগানো ভালো বেশি থাকেন তাহলে চাইলে আপনিও এই বিশেষ গাছ এর জন্য এই পরিমাণ খরচ করতেই পারেন।

Advertisements