ইতিহাস গড়ে ভারতে চালু হল ‘e₹’, প্রথম দিনেই রেকর্ড

Antara Nag

Published on:

Advertisements

সম্প্রতি ইতিহাস গড়ল ভারত। সম্প্রতি এই প্রথমবার সারা দেশজুড়ে চালু হলো ভারতীয় ডিজিটাল মুদ্রা ‘e₹’। যা টাকার সমতুল্য। এই মুদ্রা চালু হয় গত ১লা নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে।

Advertisements

জানা গিয়েছে, এই মুদ্রা প্রথমে পাইকারি মার্কেটে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়। তাই প্রথম দিনেই রেকর্ড গড়ে এই ডিজিটাল মুদ্রা। জেনে নেওয়া যাক এই ডিজিটাল মুদ্রার যাবতীয় তথ্য।

Advertisements

CBDC কী?

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত এই ডিজিটাল মুদ্রার নাম হল CBDC অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সূত্র মারফত জানা গিয়েছে RBI নোট-এর পরিবর্তে ডিজিটাল কারেন্সি চালু করেছে। তবে বর্তমানে খুচরা বাজারে এখনো এই ডিজিটাল কারেন্সি চালু হয়নি। বর্তমানে RBI টাকা ছাপার পরিবর্তে এই ডিজিটাল মুদ্রার জন্য ইলেকট্রনিক টোকেন বা অ্যাকাউন্ট ইস্যু করবে, যা ভারতীয় নোটের সমতুল্য হবে।

CBDC-এর ব্যবহার

সূত্র মারফত জানা গিয়েছে এই ডিজিটাল মুদ্রা দু ধরনের হবে। CBDC-w এবং CBDC-R। CBDC-W ব্যবহার করা হবে পাইকারি মার্কেটের জন্য এবং CBDC-R ব্যবহার করা হবে খুচরা মার্কেটের জন্য। ভবিষ্যতে এই ডিজিটাল রুপি সাধারণ মানুষের লেনদেনের কাজে খুবই সহজলভ্য হয়ে উঠবে।

ডিজিটাল মুদ্রা বা CBDC-এর সুবিধা

এই ডিজিটাল রূপির বেশ কিছু সুবিধাও রয়েছে। অর্থনীতির ভিতকে মজবুত করতেই ভারতে চালু করা হয়েছে এই ডিজিটাল মুদ্রা। এর ফলে নোট ছাপানোর খরচাও কম হবে। এছাড়া জনসাধারণের কাছে এই ডিজিটাল মুদ্রার সুবিধা হল ইন্টারনেট ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন করা যেতে পারবে, এছাড়া জলে ভিজে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো সমস্যাও থাকবে না।

Advertisements