নিজস্ব প্রতিবেদন : সরকারি প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে অন্যতম ভরসার একটি প্রতিষ্ঠান হল পোস্ট অফিস। দেশের বড় সংখ্যার মানুষ নিজেদের আমানত সঞ্চয় রাখার ক্ষেত্রে পোস্ট অফিসের উপর নির্ভর করেন। সরকারি প্রতিষ্ঠান এবং সুদের পরিমাণ বেশি থাকার ফলেই ভরসা এতটা।
যে সকল বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে এদিক-ওদিক ঘোরাফেরা করছেন তাদের জন্য ভরসার এই পোস্ট অফিস বড় সুযোগ করে দিল। পোস্ট অফিসের তরফ থেকে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৯৮ হাজার ৮৩ টি শূন্য পদে নিয়োগ করা হবে। পোস্টম্যান, মেল গার্ড, মাল্টি-টাস্কিং স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে হবে এই নিয়োগ।
বিপুলসংখ্যক এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ রয়েছে এবং আরও বিস্তারিত সেখানে দেওয়া রয়েছে। এই সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদন করা যাবে, তবে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের দিনক্ষণ জানানো হয়নি। ৯৮ হাজার ৮৩টি শূন্যপদের মধ্যে ৫৯ হাজার ৯৯টি পদ পোস্টম্যানের জন্য, মেল গার্ড পদে মোট ১৪৪৫ জনকে নিয়োগ করা হবে। ২৩টি শহর মিলিয়ে মাল্টি টাস্কিং পোস্টে মোট ৩৭ হাজার ৫৩৯ জনকে নিয়োগ করা হবে।
এই সকল শূন্য পদের জন্য বিভিন্ন ধাপে পরীক্ষা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যে সকল পদে নিয়োগ করা হবে সেগুলিতে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন বলেও জানা যাচ্ছে। বেতন পরিকাঠামো কেমন হবে তা সম্পর্কেও খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানানো হয়েছে।
এই সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি যারা এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।