গুগলে এই ৬টি জিনিস সার্চ করলেই জড়াবেন আইনি জটিলতায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে google। সামান্য কোন সমস্যা থেকে শুরু করে বিভিন্ন জিনিস অনুসন্ধান সবকিছুতেই এখন স্মার্টফোন ব্যবহারকারীদের গুগলের সাহায্য নিতে দেখা যায়। তবে এসবের মাঝে এমন ৬টি জিনিস রয়েছে যেগুলি গুগলে সার্চ করা হলে পড়তে হবে আইনি জটিলতায়।

Advertisements

এখন অনেকেই মনে করতে পারেন তাদের স্মার্টফোনে তিনি কি সার্চ করলেন তা অন্য কোন ব্যক্তি কিভাবে জানবেন? মনে রাখতে হবে গুগলের নিজস্ব টিম রয়েছে যে টিম সবসময় নজরদারি চালায় কোথায় কে কি ধরনের বিষয় সার্চ করছেন। সেক্ষেত্রে কোথাও কোন অসঙ্গতি পাওয়া গেলে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তারা সরকারের কাছে বিষয়টি জানাতে পারেন। এছাড়াও আপনার গুগল সার্চ তথা সমস্ত অ্যাক্টিভিটির হিস্ট্রি ডিলিট করার আগের মুহূর্ত পর্যন্তও সেগুলি বহাল তবিয়তে হিস্ট্রিতে থেকে যায়।

Advertisements

১) বহু মানুষকে দেখা যায় গুগলে বিভিন্ন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে। এক্ষেত্রে নম্বর খোঁজার আগে এবং পরে সতর্ক থাকতে হবে। কেননা হ্যাকাররা অনেক সময় ভুল নম্বর বিভিন্ন সংস্থার কাস্টমার কেয়ারের নামে গুগলে আপলোড করে রাখে। যে কারণে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কাস্টমার কেয়ার নম্বর নেওয়া ভালো।

Advertisements

২) বোম্ব কিভাবে তৈরি করা হয় তা কখনোই গুগলের সার্চ করবেন না। এতে আইনি জটিলতায় পড়তে পারেন যিনি এমন সার্চ করবেন।

৩) চাইল্ড পর্নোগ্রাফি গুগলে সার্চ করলে মহা বিপদে পড়তে হতে পারে ব্যবহারকারীকে। কারণ এই বিষয়টি POSCO-র অধীনে শিশুদের যৌন শোষণের আওতায় পড়ে। ভারতে এর বিরুদ্ধে কঠোর আইন চালু রয়েছে।

৪) ভারতে গর্ভপাতের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এক্ষেত্রে গর্ভপাতের বিভিন্ন তথ্য চিকিৎসকরা ছাড়া অন্য কেউ যদি সার্চ করে থাকেন তাহলে আইনি জটিলতায় পড়তে পারেন।

৫) গুগল সার্চ করে অনেকেই চিকিৎসকদের পরামর্শ ছাড়া বিভিন্ন রোগের ওষুধ নির্ধারণ করার কাজ করেন। কিন্তু এতে বিপদ ঘনিয়ে আসতে পারে।

৬) সন্ত্রাসবাদীদের সংগঠনে কিভাবে যোগ দেবেন এসব যদি গুগলের সার্চ করা হয় তাহলে গুগলের টিম নির্দিষ্ট দেশের সরকারকে বিষয়টি জানাতে পারে এবং অনুসন্ধানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

Advertisements