স্ত্রীর হাত ধরে কম খরচে আন্দামান ঘোরার সুবর্ণ সুযোগ, দারুণ প্যাকেজ IRCTC-র

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের একঘেয়েমি কাজের মাঝে ঘুরতে কেনা ভালোবাসেন। যে কারণে সুযোগ পেলেই দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে পড়তে। কাছে হোক অথবা দূরে ভ্রমণে যেতে। এবার এই সকল ভ্রমণপিপাসুদের জন্য আন্দামান ঘোরার একটি দারুণ প্যাকেজ নিয়ে এলো IRCTC। এই প্যাকেজ এর মাধ্যমে কম খরচে স্ত্রীর হাত ধরে ঘুরতে যাওয়া যাবে।

Advertisements

কম খরচে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ঘুরে আসার জন্য IRCTC-এর তরফ থেকে যে প্যাকেজ আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘মেসমারাইজিং আন্দামান’। এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে স্বাধীনতার ৭৫ বছরের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং ‘দেখো আপনা দেশ’ কে মাথায় রেখে। এই প্যাকেজের আওতায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৫ রাত ও ৬ দিন কাটানোর সুযোগ পাবেন ভ্রমণকারীরা।

Advertisements

উত্তরপ্রদেশের লখনৌ থেকে পর্যটকদের নিয়ে ১২ ডিসেম্বর এবং আগামী বছরের ৫ জানুয়ারি ও ২৩ মার্চ তারিখে বিমান উড়ে যাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। বিলাস বহুল এই ট্যুর প্যাকেজে ঘুরে দেখার সুযোগ মিলবে পোর্ট ব্লেয়ার, হ্যাভলক দ্বীপ এবং বারাটাং-এর মতো দ্বীপের সুন্দর এবং অত্যাশ্চর্য জায়গাগুলি। খাওয়া-দাওয়া থেকে থাকা এবং সেখানে ঘোরার সমস্ত খরচ ও বন্দোবস্ত করবে আইআরসিটিসি।

Advertisements

এই প্যাকেজের জন্য একজনের ক্ষেত্রে খরচ হবে ৭২ হাজার ২৮০ টাকা। দুজনের বুকিংয়ের ক্ষেত্রে খরচ পড়বে ৫৭ হাজার ৮৪০ টাকা। তিনজনের বুকিংয়ের ক্ষেত্রে খরচ পড়বে ৫৫ হাজার ৮৭০ টাকা। এই প্যাকেজের আওতায় শিশুদেরও নিয়ে যাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে একটু বাড়তি খরচ হবে।

এই প্যাকেজের আওতায় ইন্ডিগো বিমানে নিয়ে যাওয়া হবে যাত্রীদের এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৩ তারা হোটেলে রাখা হবে। প্যাকেজের যে দাম ঘোষণা করা হয়েছে তার মধ্যেই থাকা, খাওয়া, ঘোরা সমস্ত খরচ ধরা রয়েছে। সুতরাং এরপর আর বাড়তি কোনো খরচ অথবা ঝামেলা বহন করতে হবে না পর্যটকদের।

Advertisements