নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক যেদিন থেকে টুইটার নিজের হাতে নিয়েছেন সেই দিন থেকেই বিতর্কের শেষ নেই। প্রতিদিন কোন না কোন বিষয় চর্চায় আসছে। টুইটার নিজের হাতে নেওয়ার পরেই এলন মাস্ক ঘোষণা করে জানিয়ে দেন, ব্লু টিক রাখতে হলে টাকা দিতে হবে।
এই ঘোষণাতেই সবকিছু শেষ হয়নি। এরপর দিন রাত এক করে কর্মীদের কাজ করাতে শুরু করেন টুইটারে আঙুল পরিবর্তন আনার জন্য। পাশাপাশি হঠাৎ হঠাৎ করে মেল আসতে শুরু করে এবং সেই সকল মেল মূলত কর্মী ছাঁটাইয়ের। একাধিক এমন পদক্ষেপের মাঝেই এবার একটি সুখবর দেওয়া হল সংস্থার তরফ থেকে। সংস্থার তরফ থেকে সেই সুখবর দেন খোদ সংস্থার মালিক এলন মাস্ক।
সংস্থার তরফ থেকে সংস্থার মালিক এই সুখবর দিয়েছেন সাধারণ টুইটার ব্যবহারকারীদের জন্য। শনিবার এই বিষয়ে এলন মাস্ক টুইট করে জানান, ‘টুইটারে সব ধরনের কনটেন্টের জন্য মনিটাইনেশন আসছে।’ অর্থাৎ ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদির মত কনটেন্ট ক্রিয়েটরদের বাড়িতে বসে রোজগার করার সুযোগ দিতে চলেছে টুইটার।
এছাড়াও মালিকানা হস্তান্তরিত করার সঙ্গে সঙ্গেই এলন মাস্ক ঘোষণা করেছিলেন, টুইটারকে আরও আকর্ষণীয় করা হবে ব্যবহারকারীদের কাছে। এর পরে পরেই তিনি জানিয়েছিলেন, ‘এবার থেকে টুইটারে লম্বা টুইট করা যাবে। এর ফলে নোটপ্যাড স্ক্রিনশট পোস্ট করার প্রবণতা কমবে।’
Followed by creator monetization for all forms of content
— Elon Musk (@elonmusk) November 5, 2022
তবে টুইটার থেকে রোজগার অর্থাৎ মনিটাইজেশন কবে থেকে শুরু হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত এলন মাস্ক কোনরকম দিনক্ষণ ঘোষণা করেননি। বর্তমানে টুইটারে টেক্সট ছাড়াও ছবি এবং ভিডিও পোস্ট করা যায়। তবে সেই সকল ভিডিও এবং ছবি থেকে কিভাবে রোজগার হবে সেই সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানায় নি।