কেবলমাত্র প্ল্যাটফর্ম টিকিটেই করা যাবে সফর, যাত্রীদের জন্য নয়া উপহার রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে একে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের বিভিন্ন সময় সুবিধা দেওয়ার জন্য নানান পরিষেবা নিয়ে আসে।

Advertisements

তবে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হলো টিকিট নিয়ে। বহু ক্ষেত্রেই দেখা যায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানো খুব জরুরী হলেও তারা টিকিট পান না। এমন পরিস্থিতিতে যাতে আপাতকালীন সময়ে যাত্রীরা টিকিট ছাড়াও ট্রেনে যাতায়াত করতে পারেন তার জন্য ব্যবস্থা আনা হয়েছে। যদিও এক্ষেত্রে যাত্রীকে পেনাল্টি অর্থাৎ জরিমানা দিয়ে যাতায়াত করতে হবে।

Advertisements

জরুরী ভিত্তিতে যদি কোন যাত্রীর গন্তব্যে পৌঁছাতে হবেই এমন পরিস্থিতি তৈরি হয় অথচ টিকিট না থাকে তাহলে ওই যাত্রী যে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠছেন সেই রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্ম টিকিট কেটে নিতে হবে। সেই প্ল্যাটফর্ম টিকিট কেটে নেওয়ার পর ট্রেনে উঠে যোগাযোগ করতে হবে টিটিইর সঙ্গে। সেখানে যোগাযোগ করার পর তাকে বিষয়টি বলতে হবে।

Advertisements

কারণ রেলের নিয়ম অনুযায়ী, এমন অসুবিধার সম্মুখীন হওয়া যাত্রীদের ট্রেনে সফল করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না টিটিই। সেক্ষেত্রে ওই যাত্রীর কাছ থেকে টিকিটের দাম এবং পেনাল্টি নেওয়া হয়। তবে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় না। তবে প্ল্যাটফর্ম টিকিট থাকা জরুরী।

কারণ বিনা টিকিটে ট্রেনে ওঠার পর যে টিটির সঙ্গে দেখা করা হবে তিনি ওই প্ল্যাটফর্ম টিকিট দেখে বুঝতে পারবেন ওই যাত্রী কোন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চড়েছিলেন। সেই হিসাবেই গন্তব্য পর্যন্ত ভাড়া এবং জরিমানা ধার্য করা হবে।

Advertisements