নিজস্ব প্রতিবেদন : সরকারি কর্মচারী অথবা বড় বড় ব্যবসায়ীরা নিজেদের ভবিষ্যতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সঞ্চয় করে রাখেন। কিন্তু যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় সম্ভব হয় না। তবে এই সকল মানুষদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে কেন্দ্র বিভিন্ন প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে। কেন্দ্রের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের মধ্যে একটি প্রকল্পে মাসে মাসে ২০০ টাকা করে দিলেই বছরে ৩৬ হাজার টাকা মিলতে পারে।
কেন্দ্র সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে বহু শ্রমজীবী মানুষ এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন যোজনা। এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ৪৪ লক্ষের বেশি মানুষ এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তারা ৬০ বছরের পর থেকে প্রতিমাসে তিন হাজার টাকা করে পেনশন অর্থাৎ বছরে ৩৬ হাজার টাকা পেয়ে থাকেন। অন্যদিকে যে শ্রমিক এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করছেন তিনি মারা গেলে তার স্ত্রী বা নমিনী হিসেবে নাম থাকা নিমিনী পেনশনের ৫০ শতাংশ পান।
এই প্রকল্পের আওতায় সেই সকল ব্যক্তিরা নাম নথিভূক্ত করতে পারবেন যারা ফুটপাতে ব্যবসা করে থাকেন অথবা রিক্সা চালান, নির্মাণ শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের বহু মানুষ। প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেন তাদের বয়স অনুযায়ী মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত জমা করতে হয়। যেমন কেউ যদি ৪০ বছর বয়সে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেন তাহলে তাকে প্রতি মাসে ২০০ টাকা করে দিতে হয়।
এই প্রকল্পের আওতায় নাম লেখানোর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। যাদের মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার কম তারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। নাম নথিভূক্ত করার জন্য আবেদনকারীর আধার কার্ড, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ IFSC-সহ জনধন অ্যাকাউন্ট ইত্যাদির প্রয়োজন হয়। কেউ যদি আয়করদাতা হয়ে থাকেন অথবা তিনি সংগঠিত কোন ক্ষেত্রের শ্রমিক হলে এই প্রকল্পের আওতায় পড়বেন না।