ছবি – প্রশান্ত মণ্ডল : বছরের শেষ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শেষ হলো। ফের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের মার্চ মাসে। মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মঙ্গলবার দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও।
দুপুর ৩টে ৪৬ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়। কলকাতার আকাশে বিকেল ৪টে ৫২ মিনিটে শুরু হয় চন্দ্রগ্রহণ। বিকেল ৫টা ১২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলে।
এরপরেও সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যায় কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে।
চন্দ্রগ্রহণ হয়ে থাকে পৃথিবী, সূর্য ও চাঁদ এক সরলরেখায় এলে। মঙ্গলবার পূর্ণগ্রাসচন্দ্র গ্রহণের সময় পৃথিবীর ছায়ায় ঢেকে যায় চাঁদ।
পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ ছাড়াও এদিন চাঁদের রং রক্তবর্ণ দেখা যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সন্ধ্যার সময় এমন বিরল দৃশ্য নজরে আসে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে মঙ্গলবার দুপুর বেলা তারাপীঠ মন্দিরের তারা মায়ের গর্ভগৃহ ১ ঘন্টা ২৯ মিনিট বন্ধ রাখা হয়। মন্দিরের প্রবেশদ্বারগুলি বন্ধ করে দেওয়া হয় দুপুর ৩টে ৪৫ মিনিট থেকেই। গর্ভগৃহ বন্ধ থাকে ৪টে ৫৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৯ পর্যন্ত।
পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায় নাগপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, হায়দরাবাদ, চেন্নাই, চণ্ডীগড়, নয়ডায়।
লাল চাঁদ ভারত ছাড়াও দেখা যায় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের আকাশে।
দিন কয়েক আগেই মহাজাগতিক ঘটনা সূর্য গ্রহণের পর মঙ্গলবার ফের মহাজাগতিক ঘটনায় চন্দ্রগ্রহণ মহাকাশপ্রেমীদের কাছে আলাদা মাত্রা এনে দিয়েছিল। যদিও মেঘলা আকাশের কারণে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে কিনা তা নিয়ে প্রথম দিকে সন্দেহ ছিল। তবে রাজ্যের অধিকাংশ জায়গার মানুষই এই চন্দ্রগ্রহণের সাক্ষী থাকেন।