বয়স যতই হোক বলিউডের নায়িকাদের লাবণ্য যেন কমে না কোনো সময়। সব সময় ঝরে পড়ছে রূপের ছটা। তাদের দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সে বয়স কুড়িই হোক বা ষাট, বলিউড নায়িকাদের রূপ দেখে আপনাকে অবাক হতেই হবে। কিন্তু এই রূপ ধরে রাখতে কি করেন তারকারা? সকলের ধারণা অনেক সময় ও অর্থ নিশ্চয়ই ব্যয় করেন এর পিছনে। সব ক্ষেত্রে এটা সম্পূর্ণ সত্য নয়। মাধুরী দীক্ষিত এক্ষেত্রে বিভিন্ন ঘরোয়া টোটকার উপরেই বেশী ভরসা করেন।
যদিও বয়স প্রায় ষাটের কাছাকাছি হতে চলেছে। তবুও, তাকে এখনো বলিউডের রূপের রানী বলা যায়। এত বয়সেও কোনরকম বলি রেখা আসতে দেন নি ত্বকের উপর। এখনও মুখের উপর পড়তে দেননি কোনো বয়সের ছাপ। নব্বই দশকের অন্যান্য সমস্ত নায়িকাদের পিছনে ফেলে নিজের রূপ ও লাবণ্যে মাতিয়ে রেখেছিলেন গোটা দেশকে। বর্তমানেও রূপের দিক দিয়ে কোন অংশে কম যান না তিনি। সহজেই টেক্কা দিতে পারেন যেকোনো কম বয়সী নায়িকাকে।
বর্তমানে বয়স ধরে রাখতে নানা রকম বিদেশী প্রসাধনী অথবা বিদেশি চিকিৎসার সাহায্য নিচ্ছেন বিভিন্ন তারকা থেকে সাধারণ মানুষ। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে মাধুরী দীক্ষিত নিজের ত্বক ও চুলের জন্য কোন আপোষ করতে রাজি নন। তার ভরসা একমাত্র প্রাকৃতিক জিনিস। যা ত্বক ও চুলের কোন ক্ষতি করে না। সেই কারণে তিনি শুধুমাত্র ঘরোয়া উপায়ে ত্বক ও চুলের যত্ন নিয়ে থাকেন।
সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, তিনি তার সেই বিশেষ কয়েকটি ঘরোয়া টোটকা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যে উপাদান গুলি যথেষ্ট সহজলভ্য, আর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। চুলের যত্নের জন্য নিতে হবে অর্ধেক কাপ নারকেল তেল, ১৫-২০ টি কারি পাতা, ১ চা চামচ মেথি এবং পরিমাণ মত পেঁয়াজ বাটা। এবার সব উপকরণ ফুটিয়ে ছেঁকে রেখে দিতে হবে। এই মিশ্রণটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে। এটি লাগানোর পর দিন সকালে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে। এর ফলে চুলের যাবতীয় সমস্যা দূর হবে।
এছাড়া রুক্ষ চুলের জন্য মাধুরী বলেছেন, ১টি পাকা কলা, ২ টেবিল চামচ টক দই, ১ চা চামচ মধু মিশিয়ে ভাল করে চটকে হেয়ার প্যাক তৈরি করতে হবে। এবার মিশ্রণটি চুলে ৩০-৪০ মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে। তারপর প্রথমে জল দিয়ে ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে। ভিজে চুল শুকানোর জন্য মাইক্রো ফাইবার জাতীয় কাপড়ে জড়িয়ে রাখতে হবে।এতে চুল পড়ে যাওয়ার আশঙ্কা কমে যাবে।
ত্বকের জন্য মাধুরীর একমাত্র ভরসা হল বেসন। তিনি তার মুখে কোনো ফেসওয়াশ ব্যবহার না করে প্রতিদিন বেসন দিয়ে মুখ পরিষ্কার করেন। তাই তিনি বেসন দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করতে বলেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, এই টোটকা ব্যবহার করার পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার। তার মতে সুস্থ জীবন যাপন, সঠিক খাওয়া-দাওয়া ত্বক এবং চুলের যত্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ।