লড়াই করেই কেটে যাচ্ছে তাঁর জীবন। প্রথমে দুই দুই বার কর্কট রোগে আক্রান্ত, তারপর ব্রেন স্ট্রোক। গত সপ্তাহে মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তার পর তাকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। হাওড়ার ওই বেসরকারি হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর শরীরে সংক্রমণের মাত্রা অনেকটাই কমে এসেছে, জ্বর নেই বললেই চলে, এখন সি-প্যাপ মোডে রয়েছেন তিনি, ঘুম পাড়ানোর ওষুধ দেওয়ার ফলে তিনি এখনো তন্দ্রাছন্ন।
ডাক্তারদের মত অনুযায়ী চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। তাই খুব শীঘ্রই তিনি সেরে উঠবেন আশা করা যায়। কিন্তু প্রশ্ন থেকেই যায় কিভাবে হয় এই ব্রেন স্ট্রোক? আর ব্রেন স্ট্রোক এড়িয়ে চলার জন্য আগাম কি ব্যবস্থা নেওয়া যায়? ব্রেন স্ট্রোক হলে মস্তিষ্কের কোনও অংশে সঠিকভাবে রক্ত সরবরাহ হয় না। যার জন্য মস্তিষ্কের টিস্যু অক্সিজেন ও পুষ্টি পায় না। মস্তিষ্কের কোষ মরতে শুরু করার ফলে ব্রেন স্ট্রোকের মতন রোগ দেখা দেয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, প্রায় ৮৫ শতাংশ স্ট্রোক ইস্কেমিক প্রকৃতির হয়ে থাকে। আমাদের দেশে স্ট্রোকের জন্য দায়ী কিছু সাধারণ কারণ হল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান করা ইত্যাদি।
বিশেষজ্ঞদের মতে এই স্ট্রোক একটি জরুরি অবস্থা। কিছু সতর্কতা মেনে চললে এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের রোগীদের আক্রান্ত হবার সম্ভাবনা একটু বেশি। তবে বর্তমানে অল্পবয়সীদের মধ্যে হাইপারটেনশন কাজ করায় এই রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রবল মানসিক চাপ এই রোগ আর এক কারণ।
তবে কয়েকটি জিনিস মেনে চললেই ব্রেন স্ট্রোকের হাত থেকে রক্ষা পেতে পারেন আপনি। প্রথমত ওজন কমিয়ে ফেলতে হবে, প্রতিদিন প্রায় ৩০ মিনিট ব্যায়াম করতে হবে, সিগারেট, পান ও তামাক জাতীয় কোনও মাদক খাওয়া চলবে না। রক্তে শর্করার মাত্রা বাড়তে দিলে চলবে না এবং মানসিক চাপ থেকে সব সময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে।