সম্প্রতি ইনস্টাগ্রামে মনামী ঘোষ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে একটি কালো কো- অর্ড পোশাকে। এই পোশাকে তাকে লাগছে অপরূপা। তার রূপ দেখে আপনি তার দিকে নজর সরাতে পারবেন না।
শহরে শীত আসতে আর মাত্র কয়েকদিন। এই মরসুমের আপনিও সাজতে পারেন এমন কো-অর্ড সেটে। মনামী দেখলেন শীতের ফ্যাশনে এক রঙা কো-অর্ড এক কথায় দারুন। বর্তমানে আন্তর্জাতিক ফ্যাশন জগতে এই ধরনের পোশাকের বেশ চল রয়েছে। শীতে এই রকম এক রঙা পোশাকে সাজার জন্য কী করতে হবে?
বেশি কিছুই না। কেবল মনামী ঘোষের মত আপনাকেও একরঙা পোশাক বেছে নিতে হবে। সাজগোজ হবে পোশাকের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে। এই ক্ষেত্রে আপনি স্কার্ট বা প্যান্ট যে কোনো কিছুই পরতে পারেন, কিন্তু একই রঙের বা একই প্রিন্টের হওয়া চাই।
ছবি তে দেখা যাচ্ছে মনামী সম্পূর্ণ কালো রঙের পোশাক বেছে কালো মনোটোনে সেজে উঠেছেন। এই ধরনের একরঙা পোশাককে মনোক্রম্যাটিক বলা হয়। এই লুকের জন্য মনামী একটি ক্রপ টপ বেছে নিয়েছেন। এই ক্রপ টপটি যেমন তাঁর সৌন্দর্যকে দ্বিগুণ করেছে, ঠিক তেমন ভাবেই আকর্ষণীয় করে তুলেছে এটি। এর সঙ্গে একটি ভেলভেটের কালো প্যান্টও পরেছেন তিনি। সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন অন্যন্য। এগুলির সঙ্গে মনামী একটি কালো রঙের জ্যাকেটও পরেছেন।
এই অবতারে রাতের ঘুম কেড়েছেন সকলের। চুল রেখেছেন খোলা সঙ্গে কালো চশমা। আর হালকা চমৎকার মেকআপ।আপনিও চাইলে এই রকম সাজতেই পারেন। কিন্তু আপনি টপের ঝুল নিজের ইচ্ছে মতোই বাড়িয়েও নিতে পারেন। আবার মনামীর মতোই সঙ্গে একটি জ্যাকেট ও রাখতেই পারেন, যা আপনাকে শীত এর হাত থেকেও রক্ষা করবে।