নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজনীয় খাদ্য সুনিশ্চিত করার জন্য যে খাদ্য আইন রয়েছে তার ভিত্তিতে দেশে চালু রয়েছে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্যশস্য। তবে এই রেশন ব্যবস্থাকে নিয়ে নানান ধরনের অভিযোগ রয়েছে আমজনতার মধ্যে।
বিশেষ করে রেশন সামগ্রী ডিলারদের তরফ থেকে উপভোক্তাদের দেওয়া থেকে বঞ্চিত করা, রেশনে খারাপ খাদ্য সামগ্রী দেওয়া ইত্যাদি। এই সকল অভিযোগে লাগাম টানতে কেন্দ্রের তরফ থেকে একাধিক ব্যবস্থা আনা হয়েছে। এছাড়াও যাতে দেশের প্রতিটি মানুষ যেকোনো রাজ্যে খাদ্য সামগ্রী পান তার জন্য আনা হয়েছে এক দেশ এক রেশন ব্যবস্থা। এরই মধ্যে আবার কেন্দ্রের তরফ থেকে এমন একটি ব্যবস্থা আনা হচ্ছে যাতে কমে যাবে রাজ্যের ভূমিকা।
রেশন ব্যবস্থার মতো গণবন্টন ব্যবস্থায় এবার সরাসরি ডিলারদের মাধ্যমে খাদ্য সামগ্রী উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্র এবার এইরকমই একটি পদক্ষেপ নিয়ে মাস্টার স্ট্রোক দিতে চলেছে। রেশন দোকান থেকে যে পরিষেবা পাওয়া যায় তার একটি অংশ এফসিআই অথবা কৃষকদের থেকে সরাসরি কিনে ডিলারদের কাছে পাঠায় রাজ্য।
অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে আবার একটি অংশ এফসিআই-এর মাধ্যমে রাজ্যকে পাঠানো হয় এবং তা আবার ডিলারদের কাছে পাঠিয়ে থাকে রাজ্য। এবার এই সকল অংশ কম দামে সরাসরি রেশন ডিলারদের কাছে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। এর ফলে খরচ অনেক কমবে এবং আরও কম খরচে উপভোক্তারা খাদ্য সামগ্রী পাবেন বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলে যেমন উপভোক্তারা সস্তায় জিনিসপত্র পাবেন বলে মনে করা হচ্ছে ঠিক তেমনি আবার এই ব্যবস্থা চালু হলে রেশন ডিলারদের মুনাফা বাড়বে বলেও আশা করা হচ্ছে। যদিও এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোই হানা দিতে চাইছে কেন্দ্র বলেও অভিযোগের খামতি নেই।