নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রতিটি নাগরিকের কাছে এখন প্রয়োজনীয় নথি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আধার কার্ড। আধার কার্ডের গুরুত্ব এতটাই বৃদ্ধি পেয়েছে যে আধার কার্ড ছাড়া সরকারি কোনো প্রকল্পে সুবিধা পাওয়া যায় না। এছাড়াও আধার কার্ড না থাকলে এখন বন্ধ হয়ে যাচ্ছে রেশন পরিষেবা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড ইত্যাদি। আবার স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বড় বড় কোন পরীক্ষায় বসার ক্ষেত্রেও আধার কার্ড আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে।
গুরুত্বপূর্ণ এই নথী এখন দেশের অধিকাংশ মানুষের কাছে পৌঁছে গিয়েছে বলে দাবি করা হয়েছে আধার প্রস্তুতকারী সংস্থা ইউআইডিআই-এর তরফ থেকে। প্রায় প্রতিটি নাগরিকের হাতে আধার কার্ড পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ করার পর এবার আধার কার্ডের ক্ষেত্রে নিয়মে বদল নিয়ে এলো কেন্দ্র। নতুন এই নিয়ম সম্পর্কে জানা না থাকলে আপনার কাছে থাকা আধার কার্ড অকেজো হয়ে যেতে পারে।
নিয়মের সংশোধন করে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, প্রতিটি নাগরিককে তাদের আধার কার্ড ১০ বছরে অন্ততপক্ষে একবার আপডেট করতে হবে। এই বিষয়ে গত অক্টোবর মাসেই ইউআইডিআই-এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। ১০ বছরে একবার আধার আপডেট করা না হলে আপনার কাছে থাকা গুরুত্বপূর্ণ নথি আধার অকেজো হয়ে যেতে পারে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধারে নির্ভুলতাকে নিশ্চিত করার জন্য যেদিন থেকে নাগরিকদের নাম আধার তালিকায় সংযুক্ত হয়েছে সেদিন থেকে ১০ বছরে অন্ততপক্ষে একবার পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণ ইত্যাদি প্রয়োজনীয় নথি দিয়ে অন্ততপক্ষে একবার আপডেট করিয়ে নিতে হবে।
আধার আপডেট করার জন্য গ্রাহকরা অনলাইনে বাড়ি থেকেও সেই কাজ করতে পারেন। আবার যারা বাড়ি থেকে তা করতে পারবেন না তারা আধার কেন্দ্রে গিয়ে আপডেট করার কাজ করাতে পারবেন। যদি আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকে তাহলে বাড়িতেই অনলাইনে আধার আপডেটের কাজ করা যেতে পারে।