টুইটারে এলো নয়া ফিচার, মিলবে অফিসিয়াল ব্যাজ, কারা পাবেন এই সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটার চর্চার কেন্দ্র বিন্দু হয়ে রয়েছে। মালিকানা হস্তান্তরকে কেন্দ্র করে চর্চায় আসতে শুরু করে টুইটার। টুইটারের বর্তমান মালিক এলন মাস্ক এই টুইটার নিজের হাতে নেওয়ার আগে একাধিক পরিবর্তন আনার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী টুইটার নিজের হাতে আসতেই পরিবর্তনের কাজ শুরু করেন।

Advertisements

পরিবর্তন আনার বিষয়ে প্রথমেই তিনি টুইটার ব্যবহারকারীদের ধাক্কা দিয়ে জানান, যারা তাদের প্রোফাইলে ব্লু টিক রাখতে চান তাদের প্রতি মাসে অন্ততপক্ষে ৮ মার্কিন ডলার খরচ করতে হবে। এই সিদ্ধান্তে বহু ব্যবহারকারী অসন্তুষ্ট হলেও এলন মাস্ক নিজের সিদ্ধান্তের কোন রকম পরিবর্তন করেননি।

Advertisements

এছাড়াও একের পর এক কর্মীদের ছাঁটাই করার কাজ চালাতে শুরু করেন তিনি। এইসব ঘটনা নিয়ে যখন চারদিকে চর্চা চলছে সেই সময় টুইটারে আবার নতুন একটি দুটি ফিচার আনার কথা বলা হয়েছে। যেমন আগামী দিনে টুইটারে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড করে আয় করতে পারবেন ব্যবহারকারীরা। এবার আনা হয়েছে অফিশিয়াল ব্যাজ ফিচার।

Advertisements

এই অফিসিয়াল ব্যাজ ফিচার দেওয়া হবে বড় বড় সংবাদমাধ্যম ও সরকারি প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্টগুলিকে। সাধারণ কোন মানুষ এই ধরনের ব্যাজ পাবেন না। এক্ষেত্রে আগে যেখানে ব্লু টিক ব্যবহার করা হতো সেই জায়গায় পরিবর্তন আসবে। এমন পরিবর্তন সরকারি বিভিন্ন সংস্থা এবং বড় বড় সংবাদমাধ্যমকে আর পাঁচটা জায়গা থেকে আলাদা করে চেনার সুযোগ দেবে।

এক্ষেত্রে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, টুইটারের সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টই অফিশিয়াল লেবেল পাবে না। এমনকি তারা চাইলেও এই লেবেল বা তকমা কিনতেও পারবে না। নির্দিষ্ট কিছু ভেরিফায়েড অ্যাকাউন্ট, যেমন সরকারি অ্যাকাউন্ট, বাণিজ্যিক সংস্থা, বড় বড় সংবাদ সংস্থা, সংবাদ মাধ্যম ও নির্দিষ্ট কিছু বিশিষ্টজনদেরই এই অফিশিয়াল লেবেল দেওয়া হবে।

Advertisements