পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা, চলবে এই রুটে, ভাড়া নামমাত্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভারতীয় রেলে যুগান্তকারী পরিবর্তন আনার পরিপ্রেক্ষিতে স্বপ্ন দেখিয়েছিলেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। সেই স্বপ্নের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল পদক্ষেপ নিয়ে দেশজুড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পৌঁছে দেওয়ার কাজ চালাতে শুরু করে। লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস দ্রুত চালু করার ঘোষণা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। দেশে ইতিমধ্যেই পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হল।

Advertisements

এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দক্ষিণ ভারতকে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দিলেন। তার হাত দিয়ে এই পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হলো এবং এই প্রথম দক্ষিণ ভারতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা শুরু হলো। শুক্রবার এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন বেঙ্গালুরু থেকে।

Advertisements

নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সূচনা হলো সেই ট্রেনটি চলবে মাইসুরু থেকে চেন্নাই পর্যন্ত। এই ট্রেন চালু হওয়ার পর স্বাভাবিকভাবেই এই দুই রেল স্টেশনের মধ্যে যাতায়াতের সময় কয়েকগুণ কমে যাবে। কারণ রেলের যুগান্তকারী পরিবর্তন আনার জন্যই এমন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা এবং এই ট্রেনটি ঘন্টায় সর্বাধিক ১৮০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। যদিও ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছোটার ক্ষেত্রে সম্মতি দেওয়া হয়েছে।

Advertisements

এই দুই রেল স্টেশনের মধ্যে ৫০০ কিলোমিটার দূরত্ব এই ট্রেনটি অতিক্রম করবে মাত্র ৬ ঘন্টা ৩০ মিনিটে। মাইসুরু থেকে চেন্নাই এই দুই রেল স্টেশনের মধ্যে ট্রেনটি স্টপেজ দেবে মাত্র দুটি রেল স্টেশনে। আগামী শনিবার থেকে এই ট্রেনের পুরো সূচনা শুরু করে দেবে ভারতীয় রেল।

অর্ধেক সময়ে এক রেলওয়ে স্টেশন থেকে অন্য রেলওয়ে স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রে এই ট্রেনের যা ভাড়া রাখা হয়েছে তা নামমাত্র। যে সকল যাত্রীরা চেন্নাই থেকে মাইসুরু যাবেন তাদের জন্য চেয়ার কারের জন্য ১২০০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২,২৯৫ টাকা ভাড়া নেওয়া হবে। অন্যদিকে মাইসুরু থেকে যারা চেন্নাই যাবেন তাদের জন্য ভাড়া পড়বে যথাক্রমে ১,৩৬৫ এবং ২,৪৮৬ টাকা। এই ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে কোন রকম কনসেশন নেই।

Advertisements