নিজস্ব প্রতিবেদন : জীবন সুনিশ্চিত করার জন্য দেশের অধিকাংশ মানুষ চাকরির পিছনে দৌড়ান। চাকুরীজীবীদের বর্তমান এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প রাখা হয়েছে। কিন্তু একেবারে সাধারণ মানুষ যারা ব্যবসা অথবা অন্য কোন কাজের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করেন তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই অনিশ্চয়তা রয়েছে।
তবে এই সকল মানুষদের অনিশ্চিত ভবিষ্যতে নিশ্চয়তা প্রদানের জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নানান প্রকল্প নিয়ে আসে। সেই সকল প্রকল্পের মধ্যে পোস্ট অফিস এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যাতে দিনে মাত্র ৫০ টাকা করে জমা করলে ৩৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। এই প্রকল্প সম্পর্কে অনেকের অজানা।
পোস্ট অফিসের এমনই একটি প্রকল্পের নাম হল গ্রাম সুরক্ষা যোজনা। এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা অর্থাৎ দৈনিক ৫০ টাকা করে জমা করা হলে রিটার্ন হিসাবে ৩১ থেকে ৩৫ লক্ষ টাকা পাওয়া যায়। এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে ন্যূনতম বয়স হলো ১৯ বছর এবং সর্বোচ্চ বয়স ৫৫ বছর।
এই প্রকল্পে ন্যূনতম ইন্সুরেন্স হলো ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ইন্সুরেন্স হলো ১০ লক্ষ টাকা। মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিকী বা বার্ষিক হিসাবে বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগ করার পরিপ্রেক্ষিতে ঋণ পাওয়াও যেতে পারে।
যদি কোন বিনিয়োগকারী ১৯ বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন এবং ১০ লক্ষ টাকার ইন্সুরেন্স করে থাকেন তাহলে তার মাসিক কিস্তি পড়বে ১৫১৫ টাকা। সেক্ষেত্রে ৫৫ বছর অথবা ৬০ বছর পর্যন্ত এই বিনিয়োগ প্রক্রিয়া চালানো হলে প্রায় ৩৫ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায়।