প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নয়া ঘোষণা, কপাল খুলল উপভোক্তাদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষ যাতে পাকা বাড়িতে বসবাস করেন তার জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই দেশের কোটি কোটি মানুষ সুবিধা ভোগ করছেন। এরই মধ্যে নতুন ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই কপাল খুলল উপভোক্তাদের।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার PMAY-G স্কিমের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২.৯৫ কোটি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২ কোটির বেশি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। তবে তারপরেও এখনও বহু মানুষ রয়েছেন যারা পাকা বাড়ি পান নি। সেই কথা মাথায় রেখেই ২০২৪ সাল পর্যন্ত এই প্রকল্প চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের কয়েক লক্ষ পরিবার উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার মোট ১,৪৩,৭৮২ কোটি টাকা ব্যয় করবে। এর মধ্যে ১৮৬৭৬ কোটি টাকা নাবার্ডকে ঋণের সুদ পরিশোধের জন্য দিতে হবে।

Advertisements

পার্বত্য রাজ্যগুলির জন্য কেন্দ্র সরকার ৯০ শতাংশ এবং রাজ্য সরকার ১০ শতাংশ দেবে। বাকি রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলিকে ৬০ শতাংশ এবং ৪০ শতাংশ হারে পেমেন্ট দিতে হয়। কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্র সরকার ১০০ শতাংশ অর্থ ব্যয় করে।

অন্যদিকে এই প্রকল্পের বাইরে সম্পূর্ণ আলাদা ভাবে ১২০০০ টাকা উপভোক্তাদের দেওয়া হয়ে থাকে শৌচাগার নির্মাণের জন্য। এই প্রকল্প বাস্তবায়িত করার মধ্য দিয়ে উপভোক্তাদের পাকা বাড়ি, জল, বিদ্যুৎ এবং শৌচাগার সুনিশ্চিত করার যে পরিকল্পনা রয়েছে কেন্দ্রের তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কেন্দ্র।

Advertisements