নিজস্ব প্রতিবেদন : কাজের জন্য হোক অথবা ভ্রমণের জন্য, অধিকাংশ মানুষকেই ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেখা যায়। কম খরচ এবং স্বাচ্ছন্দ যাত্রার কারণেই ট্রেনের উপর নির্ভরশীল হন অধিকাংশ মানুষ। তবে ভ্রমণের ক্ষেত্রে অনেক জনপ্রিয় জায়গা রয়েছে যেগুলিতে এখনো পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। রেল যোগাযোগ তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি সেই রকমই একটি জনপ্রিয় জায়গা তা হল গ্যাংটক। তবে এই গ্যাংটক থেকে কোহিমা অথবা কোহিমা থেকে গ্যাংটক আসা যাত্রীদের জন্য খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছে ভারতীয় রেল।
রেল মন্ত্রকের তরফ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগকে আরও উন্নত করার। রেলের সিদ্ধান্ত অনুযায়ী অরুণাচল প্রদেশের চিনের সীমান্ত পর্যন্ত ছুটবে ট্রেন। ভুটান পর্যন্ত রেললাইন পাতার সিদ্ধান্ত এমনিতেই হয়ে গিয়েছে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তাওয়াং ট্রেনে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না।
রেল সূত্রে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের ভালুকপং থেকে তাওয়াং পর্যন্ত রেললাইন পাতা হবে। এই লাইন তৈরি হলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও চলে আসবে যুগান্তকারী পরিবর্তন। কারণ এর ফলে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে চীন সীমান্তে। অরুণাচল প্রদেশে রেললাইন পাতার জন্য সমীক্ষার নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে কাজ শুরু হয়ে গিয়েছে।
এর পাশাপাশি রেলের তরফ থেকে আরও একাধিক জায়গায় রেললাইন পাতার কাজ করা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে, মুরকংসেলেক থেকে পাসিঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করা হবে। দ্বিতীয় রেললাইন পাতার কাজ করা হবে লঙ্কা থেকে অসমের চন্দ্রনাথপুর পর্যন্ত। তবে দ্বিতীয় এই রেললাইন পাতার কাজ করা হবে ডিমা হাসাও এলাকার পাহাড়ি এলাকাকে এড়িয়ে।
এর পাশাপাশি রেলপথে যুক্ত করা হবে মিজোরাম এবং মনিপুরের রাজধানীকে। এছাড়াও রেলের তরফ থেকে আশা করা হচ্ছে আগামী বছরেই রেলপথে যুক্ত হয়ে যাবেন নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং সিকিমের রাজধানী গ্যাংটক। অন্যদিকে কামাখ্যা, নিউ জলপাইগুড়ি, আগরতলা স্টেশনগুলিকে আন্তর্জাতিক মানের করা হবে বলেও জানানো হয়েছে।