নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা গণপরিবহনের মেরুদন্ড হলেও এই পরিষেবা স্বাভাবিক রাখার জন্য মাঝে মাঝেই রক্ষণাবেক্ষণের কাজ চালাতে হয়। এই রক্ষণাবেক্ষণ অথবা আপগ্রেশন ইত্যাদির জন্য বিভিন্ন সময় বিভিন্ন রুটে ট্রেন বাতিল রাখতে বাধ্য হয় রেল। সেই রকমই এবার পূর্ব রেলের তরফ থেকে রেলের কাজ চলার জন্য একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে।
যে সকল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ট্রেন হল হুল এক্সপ্রেস। আসানসোল ডিভিশনের অন্ডালে ইয়ার্ড রিমডেলিং এবং প্রাক নন ইন্টারলকিং কাজ চলার কারণে হুল এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশকিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে অথবা মাঝপথেই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল ট্রেন
১) ২২৩২১/২২৩২২ হাওড়া-সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ২২ নভেম্বর থেকে বাতিল থাকবে আগামী সপ্তাহের মঙ্গলবার ২৯ নভেম্বর পর্যন্ত।
২) ০৩৫৩২, ০৩৫৩৬, ০৩৫১৮, ০৩৫৩৩, ০৩৫১৭ এবং ০৩৫৫১ আসানসোল- বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার এবং ০৩৬০৯/০৩৬১০ আসানসোল-দুর্গাপুর- আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি ২৫ নভেম্বর থেকে বাতিল থাকবে ২৯ নভেম্বর পর্যন্ত।
সংক্ষিপ্ত যাত্রাপথ
১) ০৩৫৮৫/০৩৫৬০ অন্ডাল-সাঁইথিয়া-অন্ডাল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন দুটি ২২ নভেম্বর উখরাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং উখরা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
২) ০৩৫৮৩/০৩৫৮৪ অন্ডাল-সাঁইথিয়া-অন্ডাল ট্রেন দুটি ২২ নভেম্বর কাজোড়াগ্রাম-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং কাজোড়াগ্রাম থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
৩) ০৩৫৭৯/০৩৫৮০ অন্ডাল-সাঁইথিয়া-অন্ডাল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন দুটি ২২ নভেম্বর কাজোড়াগ্রাম-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং কাজোড়াগ্রাম থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
যাত্রাপথ পরিবর্তন
১) ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথ পরিবর্তন করে বাঁকা-জসিডি-কুলটি লিঙ্ক কেবিন-প্রধানখুন্তা হয়ে চলবে ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এবং বাঁকা, মধুপুর ও চিত্তরঞ্জন স্টেশনে থামবে।
২) ১৩৪০৩ রাঁচি-ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথ পরিবর্তন করে প্রধানখুন্তা-কুলটি লিঙ্ক-কেবিন-জসিডি-বাঁকা হয়ে চলবে ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। পথিমধ্যে চিত্তরঞ্জন, মধুপুর ও বাঁকা স্টেশনে থামবে।