নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এখন বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে ডিজিটাল মাধ্যমের ব্যবহার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আর্থিক লেনদেন, কেনাকাটা সবকিছুতেই এখন মানুষ ডিজিটাল নির্ভর হয়ে পড়ছেন। আগে যেখানে মানুষ টাকার জন্য ব্যাংকে অথবা এটিএম কাউন্টারে লাইন ডিটেলস সেই জায়গায় এখন বিভিন্ন ইউপিআই অ্যাপ ব্যবহার করে সহজে লেনদেন করে ফেলছেন।
গত কয়েক বছরের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে ভারতে ফোন পে, গুগল পে সহ বিভিন্ন ইউপিআই অ্যাপগুলির ব্যবহার কয়েকগুণ বেড়ে গিয়েছে। আসলে এই সকল অ্যাপের ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ পদ্ধতি থাকার ফলে বহু মানুষ এই সকল অ্যাপের প্রতি ঝুঁকছেন এবং লেনদেন করছেন। তবে মনে রাখতে হবে এই সকল অ্যাপ থার্ড পার্টি অ্যাপ।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সকল থার্ড পার্টি অ্যাপের ব্যবহার বৃদ্ধি পেলেও থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডারের বিষয়টি মাথায় রেখে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করেছে। যে কারণে লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখতে চাইছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।
সূত্র মারফর জানা যাচ্ছে, এই সকল ইউপিআই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোট সীমা ৩০ শতাংশের মধ্যে রাখতে চায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা চলছে এবং এই বিষয়ে ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ না হলেও ৩১ ডিসেম্বরের মধ্যেই কোন না কোন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও লেনদেনের ক্ষেত্রে কি রকম পরিবর্তন আনা হবে তা সম্পর্কে এখনই কিছু স্পষ্ট নয়।