অবাক হবেন ব্যবহারকারীরা, হোয়াটসঅ্যাপে আসছে দুর্দান্ত এই ফিচার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মানুষের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে যাবার ফলে বেড়েছে বিভিন্ন সোশ্যাল অ্যাপের ব্যবহার। এই সকল সোশ্যাল অ্যাপের মধ্যে মেসেজিং অ্যাপ হিসাবে জনপ্রিয়তার শিখরে রয়েছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের কথা বাদ দিলে কেবলমাত্র ভারতেই এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।

Advertisements

মূলত ব্যবহারের ক্ষেত্রে স্বাচ্ছন্দ এবং অনেক সহজ সরল ও একাধিক ফিচার থাকার ফলেই দিন দিন এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। অ্যাপের জনপ্রিয়তা বাড়ার আরও একটি কারণ রয়েছে তা হলো সুরক্ষা ব্যবস্থা। এসবের পাশাপাশি এখন এই অ্যাপের মালিকানাধীন সংস্থা মেটার তরফ থেকে এমন একটি ফিচার আনা হচ্ছে যার রীতিমতো অবাক করবে ব্যবহারকারীদের।

Advertisements

মেটার তরফ থেকে whatsapp ব্যবহারকারীদের জন্য এবার যে দুর্দান্ত ফিচারটি আনা হচ্ছে তার নাম হলো ‘ডু নট ডিস্টার্ব’। নাম শুনেই বোঝা যায় কি কাজে এবং কি কারণে এই ফিচার আনা হচ্ছে। 2.22.24.17 বেটা আপডেট ভার্সনের জন্য এই ফিচার আনা হচ্ছে সাময়িকভাবে এবং পরবর্তীতে তা প্রতিটি ব্যবহারকারীকে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisements

বহু ক্ষেত্রেই দেখা যায় ব্যবহারকারীদের অচেনা নম্বর থেকে ফোন আসে এবং সেই ফোন ধরা না হলে মিসড কল থেকে যায়। এই মিসড কল অ্যালার্ট আর পাওয়া যাবে না এই অপশনটি চালু করা হলে। সেক্ষেত্রে ব্যবহারকারীরা নিজেদের পরিচিত ব্যবহারকারীদের বাইরের কোন ব্যক্তির ফোন থেকে মুক্ত থাকার জন্য সাইলেন্সড বাই ডু নট ডিসটার্ব অপশনটি চালু করে রাখতে হবে।

হোয়াটসঅ্যাপের তরফ থেকে বর্তমানে যে সকল নতুন নতুন ফিচার আনা হচ্ছে তার মধ্যে এই ফিচারটি ব্যবহারকারীদের অনেক উপকারে আসবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। কারণ অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ভয়েস কল অথবা ভিডিও কল করার প্রবণতা রয়েছে। এছাড়াও দেখা যায় অপরিচিত নম্বর থেকে ভিডিও কল করে বিভিন্ন সময় এমন ধরনের ভিডিও রেকর্ডিং করা হয় এবং সেগুলি দিয়ে পরে ব্ল্যাকমেলিং করা হয়ে থাকে।

Advertisements