ডুপ্লিকেট আধার দিয়ে চলছে লোক ঠকানোর কাজ, কেন্দ্রের নয়া নির্দেশ জানা দরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে যেমন ভোটার আইডি কার্ড, প্যান কার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি, তাদের থেকেও গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। এই আধার কার্ড এখন এতটাই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে যে, এটি না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, পরীক্ষায় বসা, স্কুলে ভর্তি হওয়া বহু ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও সরকারি ভর্তুকি তো পাওয়া যায়ই না।

Advertisements

আধারের গুরুত্ব এইভাবে দিন দিন যখন বাড়ছে সেই সময় আবার ডুপ্লিকেট আধার দিয়ে নানান জায়গায় চলছে লোক ঠকানো, জালিয়াতি, প্রতারণার মত কাজ। কারণ দিন কয়েক আগেই মেঙ্গালুরুর অটো বিস্ফোরণের ঘটনায় এইভাবে অন্যের আধার ব্যবহার করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে এবার কেন্দ্রের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হলো।

Advertisements

আধার সরবরাহকারী সংস্থা UIDAI এর তরফ থেকে জানানো হয়েছে, কারো আধার জমা নেওয়ার ক্ষেত্রে ভালো করে যেন তা যাচাই করে নেওয়া হয়। আধার জমা দেওয়ার ক্ষেত্রে যে সকল ব্যবস্থা রয়েছে তা হলো ই-আধার, আধার পিভিসি কার্ড, এম-আধার ইত্যাদি। তবে যেভাবেই জমা দেওয়া হোক না কেন জমা নেওয়ার আগে সঠিকভাবে তা যাচাই করে নিতে হবে।

Advertisements

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, “অসামাজিক ও অসৎ ভাবে পরিচয়ের নথিকে ব্যবহার করতে আধারকে যাতে না ব্যবহার করা যায় সেবিষয়ে সতর্ক হতে হবে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ১২ অঙ্কের সংখ্যা মানেই তা আধার নম্বর এমন নয়। এটা সব সময়ই খেয়াল রাখা দরকার।” আধার নিয়ে জালিয়াতি করা হলে আধার আইনের ৩৫ নম্বর ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আর্থিকভাবে জরিমানা করা হয়।

তবে প্রশ্ন হল আধার আসল না নকল তা যাচাই করা যাবে কিভাবে? এই বিষয়ে UIDAI এর তরফ থেকে জানানো হয়েছে, আধারের ‘কিউআর কোড’টি ‘এম আধার’ অ্যাপের মাধ্যমে স্ক্যান করে পরীক্ষা করে দেখতে হয়। এছাড়াও অ্যান্ড্রয়েড, আইফোনেও আধার কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে তা যাচাই করা যায়।

Advertisements