LIC পলিসি পেমেন্টের ঝামেলার দিন শেষ, এই পদ্ধতিতে সহজেই জমা দিন টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল বীমা সংস্থা রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় বীমা সংস্থা হল এলআইসি অর্থাৎ লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন। সরকারি এই সংস্থার ওপর অধিকাংশ মানুষের ভরসা সবচেয়ে বেশি থাকার ফলে দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ঝামেলার শিকার হতে দেখা যায় গ্রাহকদের।

Advertisements

একসময় যখন ব্রাঞ্চে গিয়ে অথবা এজেন্টদের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা করতে হয় সেই সময় দেরি হওয়ার কারণে বহু গ্রাহকদের অতিরিক্ত টাকা বাড়তি চার্জ হিসাবে দিতে হয়। এছাড়াও ব্রাঞ্চে গিয়ে অথবা এজেন্টের কাছে গিয়ে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময় নষ্ট হয়। এবার এই সকল মুশকিল আসান ইউপিআই বিভিন্ন অ্যাপের মাধ্যমে।

Advertisements

এই সকল ঝামেলা থেকে গ্রাহকদের উদ্ধার করার জন্য Gpay, Paytm বা PhonePe-র মাধ্যমে LIC প্রিমিয়াম দেওয়া চালু হয়েছে এবং এই পদ্ধতিতে অতিরিক্ত ঝামেলা ছাড়াই খুব সহজে প্রিমিয়াম দেওয়া যায়। এমনকি আপনার পরবর্তী প্রিমিয়াম দেওয়ার সময় কবে রয়েছে তা এই সকল অ্যাপ বারবার মনে করিয়ে দেয়। ফলে প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে দেরী হওয়ার এবং বাড়তি টাকা দেওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

Advertisements

Gpay, Paytm বা PhonePe-র মতো ইউপিআই অ্যাপের বিল পেমেন্ট অপশনে গিয়ে এলআইসির প্রিমিয়াম দেওয়ার অপশনটি বেছে নিতে হবে। সেখানে নিজের পলিসি নম্বর দিতে হবে এবং পলিসি নম্বর দেওয়ার পর ইমেল নম্বর অথবা ফোন নম্বর বা এই সংক্রান্ত অন্য কোন বিবরণ চাইলে তা দিতে হবে। এই সকল বিবরণ একবার দিলেই পরবর্তী প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে আর দেওয়ার প্রয়োজন হবে না।

বিল পেমেন্ট করার সময় কত টাকা প্রিমিয়াম তা দেখিয়ে দেওয়া হবে এবং সেই প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে মাত্র এক ক্লিকেই প্রিমিয়াম দেওয়া সম্ভব। এতে গ্রাহকদের যেমন সময় বাঁচে সেই রকম সঙ্গে সঙ্গে প্রিমিয়াম জমা পড়ে যায়।

Advertisements